দেশ

কৃষক হত্যার প্রতিবাদে আজ কালা দিবস, ২৬শে ট্রাক্টর-বন্ধনের ডাক দিল কিষান মোর্চা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পাঞ্জাব-হরিয়ানা সীমানায় কৃষক আন্দোলনে পুলিসের গুলিতে এক বিক্ষোভকারীর মৃত্যুর অভিযোগ। তার জেরেই এবার দেশজুড়ে মোদি বিরোধী আন্দোলন আরও তীব্র করার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত কিষান মোর্চা। সেইমতো ‘হিউম্যান চেইন’-এর আদলে আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী ট্রাক্টর-বন্ধন করবে কৃষকরা। দিল্লি অভিমুখী দেশের সমস্ত হাইওয়েজুড়ে হবে সেই কর্মসূচি। ট্রাক্টর-প্রদর্শনের মাধ্যমে মিছিলের পরিকল্পনাও করেছে আন্দোলনকারীরা। পাশাপাশি আগামী ১৪ মার্চ দিল্লির রামলীলা ময়দানে মোদি বিরোধিতায় মেগা কিষান সমাবেশেরও ডাক দেওয়া হয়েছে। 
বৃহস্পতিবার মোদি বিরোধী আন্দোলন কর্মসূচি স্থির করতে বৈঠক করেছে সংযুক্ত কিষান মোর্চা। বৈঠক শেষে চণ্ডীগড়ে এক সাংবাদিক বৈঠকে মোর্চা নেতৃত্ব জানিয়েছে, বুধবার পাঞ্জাব-হরিয়ানা সীমানায় হরিয়ানা পুলিসের ছোঁড়া রাবার বুলেটের আঘাতে যে তরুণ কৃষক নিহত হয়েছেন, তাঁর পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। একইসঙ্গে দোষী পুলিসকর্মীদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করতে হবে। বিভাগীয় তদন্তেরও দাবি জানানো হয়েছে। একইসঙ্গে বুধবারের ঘটনার দায় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজের পদত্যাগ দাবি করেছে কিষান মোর্চা। নেতৃত্ব জানিয়েছে, সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে মাথায় রেখে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করাতে হবে। এই দাবিতে সরবও হবে সংযুক্ত কিষান মোর্চা। আন্দোলনকারী কৃষক ‘হত্যা’র প্রতিবাদে আজ, শুক্রবার সারা দেশে ‘কালা দিবস’ পালন করবে কৃষকরা। আজকের কর্মসূচিতে কিষান মোর্চার সঙ্গে শামিল হবে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি। 
এরই মধ্যে জল্পনা দ্বিগুণ বৃদ্ধি করে সর্বভারতীয় কৃষক নেতা রাকেশ টিকায়েত এদিন দাবি করেছেন, ‘আগের মতো দিল্লিকে চারদিক দিয়ে ঘিরে ফেলাই দাবি আদায়ের অন্যতম প্রধান পথ।’ আন্দোলনকারী কৃষকরা আবারও দিল্লির সীমানা-অবরোধের পথে হাঁটবেন কি না, সেই প্রশ্ন তীব্রভাবে উঠতে শুরু করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা এদিন ফের আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।
7Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে পরিশ্রম ও ব্যস্ততা বৃদ্ধি। ছোট ও মাঝারি ব্যবসায় অগ্রগতি। অর্থাগম যোগটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা