বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

৩৫০০ কোটির ‘মিয়াও মিয়াও’ মাদক বাজেয়াপ্ত, দিল্লি ও পুনেতে ধৃত ৬

নয়াদিল্লি: দিল্লি ও পুনেতে তল্লাশি চালিয়ে ১৮০০ কেজি মেফেড্রোন মাদক বাজেয়াপ্ত করল পুনে পুলিস। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা। মাদক কারবারিদের কাছে অবশ্য এই মাদক ‘মিয়াও মিয়াও’ নামেই বেশি পরিচিত। সাম্প্রতিককালে এত বড় অঙ্কের মাদক উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিস।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার পুনের বিশ্রান্তওয়াড়ি এলাকার দু’টি গুদাম ও একটি কারখানায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৬০০ কেজি ‘মিয়াও মিয়াও’ বাজেয়াপ্ত করে তদন্তকারীরা। গ্রেপ্তার হয় তিনজন। এরপর বুধবার দিল্লির বিভিন্ন এলাকার গুদামে অভিযান চালায় পুলিস। সেখান থেকেও উদ্ধার হয় প্রচুর পরিমাণ মাদক। এই কারবারে জড়িত থাকার অভিযোগে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় তিনজনকে। পুলিস জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনে মামলা দায়ের করা হয়েছে। পুনের পুলিস কমিশনার অমিতেশ কুমার জানিয়েছেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা প্রত্যেকেই মূলত মাদকের ক্যারিয়ার হিসেবে কাজ করত। আরও বড় মাথা এই কারবারের সঙ্গে জড়িত বলেই অনুমান। তাদেরকেও গ্রেপ্তার করার জন্য দ্রুত তদন্ত চালানো হচ্ছে। গত বছরও নাসিকে তল্লাশি চালিয়ে ৩০০ কোটি টাকা মূল্যের মেফেড্রোন বা মিয়াও মিয়াও বাজেয়াপ্ত করা হয়েছিল। ললিত পাতিল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়। তবে এবারের ঘটনার সঙ্গে এখনও ললিতের যোগ নেই বলেই জানিয়েছে পুলিস।
উদ্ধার হওয়া মাদক। -পিটিআই
11Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা