দেশ

দেবীলালের দলের উত্তরসূরিরা ইন্ডিয়া জোটে আসবে কি? 

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এনডিএ জোটে নেই, একথা আগেই জানিয়েছিল প্রয়াত জয়ললিতার দল। আর সোমবার সরকারিভাবে জানিয়ে দেওয়া হল, তামিলনাড়ুতে বিজেপির সঙ্গে কোনও জোট নেই এআইএডিএমকের। জয়ললিতার দল এআইএডিএমকে সরকারিভাবে জানিয়ে দিল তারা আর বিজেপি নেতৃত্বধীন এনডিএতে থাকছে না। এআইএডিএমকের দাবি, তাদের দলের শ্রদ্ধেয় নেতা সি এন আন্নাদুরাইকে বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই লাগাতার অপমান করছেন। তাই বিজেপির সঙ্গে আর নয়। সোমবার রীতিমতো প্রস্তাব পাশ করে সিদ্ধান্ত নিল প্রয়াত ‘আম্মা’ জয়ললিতার দল। 
স্রেফ দক্ষিণেই নরেন্দ্র মোদির ধাক্কা থামছে না। উত্তর ভারতেও বইতে শুরু করেছে দক্ষিণের হাওয়া। হরিয়ানায় জননায়ক জনতা পার্টির (জেজেপি) সঙ্গেও শুরু হয়েছে মতপার্থক্য। উভয়ের জোটে হরিয়ানা সরকার চলছে। তবে চব্বিশের লোকসভায় রাজ্যের ১০ টি আসনেই একা লড়ার জন্য তৈরি হচ্ছে বিজেপি। তাহলে জেজিপির জন্য রইল কী? রাজ্যে জোট সরকারে থেকেই বা কী লাভ হল? দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী প্রয়াত দেবীলালের প্রপৌত্র দুষ্যন্ত সিং চৌতালা হরিয়ানার সরকারের উপ-মুখ্যমন্ত্রী। তা সত্ত্বেও সম্প্রতি নুহতে সাম্প্রদায়িক সংঘর্ষের পর বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ছে। 
তাই দক্ষিণ হোক বা উত্তর, ক্রমশ জোটের বিপদ বাড়ছে বিজেপির। তবে কি চব্বিশে মোদির নৌকা ডুবছে? আর তা আন্দাজ করেই সঙ্গ ছাড়ছে একে একে এনডিএ শরিক? রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। যদিও জেজেপি এখনও মোদি বিরোধী মহাজোট ‘ইন্ডিয়া’তে যোগ দেবে কি না, তা স্পষ্ট নয়। কারণ, সেখানে আবার দুষ্যন্তের পারিবারিক শত্রু কাকা অভয় সিং চৌতালা তাঁদের আদি দল আইএনএলডিকে ইন্ডিয়া জোটে শামিল করতে উদ্যোগী। 
সোমবার ছিল দেবীলালের ১১০ তম জন্মদিবস। সেই অনুষ্ঠানকে বিরোধী ইন্ডিয়া জোট মঞ্চের আকার দেওয়ার লক্ষ্যে হরিয়ানার কাইথালে আয়োজন করা হয় সভা। কংগ্রেসকে হাজির থাকার জন্য আমন্ত্রণ জানায় ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল (আইএনএলডি)। কয়েকদিন আগে দিল্লি এসে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে দেখা করেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালার পুত্র অভয় সিং চৌতালা। 
যদিও রাজ্য রাজনীতির কথা মাথায় রেখে কংগ্রেসের কেউ ওই সভায় উপস্থিত ছিল না। হরিয়ানা কংগ্রেসের দাপুটে নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা চান না আইএনএলুডি জোটে আসুক। এদিকে বিরোধী জোটের শক্তি বৃদ্ধিতে অবিজেপি প্রায় সব দলকেই এক ছাতার তলার আনতে আগ্রহী রাহুল গান্ধী। 
তবে কংগ্রেস অনুপস্থিত থাকলেও এদিন হাজির ছিলেন তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, সমাজবাদী পার্টির শিবপাল, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা, জেডিইউয়ের কে সি ত্যাগী, আরএলডির শাহিদ সিদ্দিকি, শিরোমণি অকালি দলের সুখবীর সিং বাদলের মতো নেতা। এমনকী বিজেপি নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চৌধুরী বীরেন্দ্র সিংও সৌজন্য বজায় রাখতে যোগ দেন দেবীলালের শ্রদ্ধা-স্মরণে। 
12Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা