দেশ

নিম্ন ও মধ্যবিত্তের গৃহঋণের সুদে ভর্তুকি দিতে পারে কেন্দ্র, শহুরে ভোটারের মন জয়ের ভাবনা
 

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রান্নার গ্যাসের পর এবার সকলের জন্য ঘর প্রকল্পে ভোট উপহার? সেরকমই জানা যাচ্ছে। শহরের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য গৃহঋণের সুদে ভর্তুকি দেবে মোদি সরকার। সেরকমই পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে অর্থমন্ত্রক। এর আগে  সামগ্রিকভাবে এই সুদ ভর্তুকি একটি প্রকল্প নেওয়া হয়েছিল ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত। তখন প্রকল্প ছিল ৪৫ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণের ক্ষেত্রে সুদের উপর ভর্তুকি দেবে সরকার। এবার সম্ভবত অঙ্ক হতে চলেছে ৫০ লক্ষ টাকা। অর্থাৎ ৫০  লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণের ক্ষেত্রে এই সুদের ভর্তুকির সুযোগ পাওয়া যাবে। তবে নিতে ২০ বছরের জন্য ঋণ। পাশাপাশি এবার শুধুমাত্র শহুরে এলাকার বস্তির ভাড়া বাড়ি অথবা দলিলহীন সরকারি জমিতে বাস করা মানুষের জন্য এই সুবিধা দেওয়া হবে। 
বিধানসভা এবং লোকসভা ভোটের আগে মোদি সরকার একের পর এক পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে ২০০ টাকা। শোনা যাচ্ছিল এরপর পেট্রল ডিজেলের দামও কমানো হবে। তারই সঙ্গে এই সুদে ভর্তুকি প্রদানের সুসংবাদ দিয়ে শহুরে মানুষের মন জয় করার প্রয়াস।  অন্যতম শর্ত হতে চলেছে, তারাই এই গৃহঋণের সুদের ভর্তুকি প্রকল্পে অংশ নিতে পারবে, যাদের নিজের নামে কোনও বাড়ি নেই। অর্থাৎ মালিকানা নেই কোনও বাড়ির। অন্যদিকে গৃহঋণের পরিমাণের উপর নির্ভর করবে কতটা সুদ ভর্তুকি দেওয়া হবে। জানা যাচ্ছে ৩ থেকে ৬ শতাংশ পর্যন্তও দেওয়া হতে পারে ভর্তুকি। অর্থাৎ নিম্নবিত্তদের দেওয়া হবে সবথেকে বেশি সুদ ভর্তুকি। মধ্যবিত্তদের সেই তুলনায় কম। সরকারি ব্যাঙ্কের মাধ্যমেই নিতে হবে ঋণ। প্রকল্পের আবেদন মঞ্জুর হলে সরাসরি লোন অ্যাকাউন্টে দেওয়া হবে সুদের ভর্তুকি অর্থ। 
স্বভাবতই প্রশ্ন উঠছে ভোট নিয়ে মোদি কি টেনশনে? কারণ, হঠাৎ দ্বিতীয় টার্মের শেষ পর্যায়ে এসে একের পর এক উপহার দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে কেন? সাধারণত এরকম সুদ ভর্তুকির ঘোষণা বাজেটে করা হয়। এর আগেও যখন ঘোষণা করা হয়েছে, তখন বাজেটেই হয়েছে। কিন্তু বাজেট পর্যন্ত সম্ভবত এবার অপেক্ষা করা হবে না। তার আগেই আগামী মাসেও ঘোষণা করা হতে পারে। কারণ, পাঁচ রাজ্যের বিধানসভা ভোটও আছে। সেই পাঁচ রাজ্য নিয়ে যথেষ্ট নার্ভাস বিজেপি।
11Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে জটিলকর্মে অনায়াস সাফল্য ও প্রশংসালাভ। আর্থিক দিকটি শুভ। ক্রীড়াস্থলে বিশেষ সাফল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা