দেশ

রেলের যাবতীয় উন্নতি তাঁর আমলেই, বন্দে ভারতের উদ্বোধনী মঞ্চে ফের বোঝালেন মোদি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বন্দে ভারত ট্রেনের উদ্বোধনেও সেই আমিত্বেই প্রাধান্য। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বোঝালেন, রেলে যাবতীয় যা উন্নতি হয়েছে সব তাঁর আমলেই। আগে রেল রুট চিহ্নিতকরণেও রাজনীতি হতো, এমনকী ট্রেনের বার্থ পেতেও লবির প্রয়োজন ছিল। বছরের পর বছর ধরে বহু স্টেশনের কোনও উন্নতিই হতো না। কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে। রেল বাজেট প্রায় আট গুণ বৃদ্ধি করা হয়েছে। এ কথা জানিয়ে এদিন মোদি ফের ঘোষণা করেছেন, শীঘ্রই দেশের প্রত্যেক প্রান্ত থেকে বন্দে ভারত ট্রেন চালানো হবে। তবে বিভিন্ন সময় রেল নিয়ে একাধিক চমকের মধ্যেই রবিবার আরও একটি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। জানিয়ে দিয়েছেন, এবার থেকে বিভিন্ন স্টেশনের প্রতিষ্ঠা দিবসও ধুমধাম করে পালন করা হবে। এদিন ভার্চুয়াল মাধ্যমে একসঙ্গে ন’টি রুটে বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মধ্যে জোড়া ট্রেন পেয়েছে বাংলা। হাওড়া-পাটনা এবং হাওড়া-রাঁচি। রেল জানিয়েছে, বাংলার ওই দুই রুটে বর্তমানে যেসব ট্রেন চলে, নয়া দু’টি বন্দে ভারত তাদের থেকে অন্তত এক ঘণ্টা আগে পৌঁছবে। 
ন’টি রুটের বন্দে ভারত ট্রেন বাংলা সহ দেশের ১১টি রাজ্যকে জুড়বে। এদিন মোদি বলেছেন, ‘বন্দে ভারত ট্রেনের জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই প্রায় ১ কোটি ১১ লক্ষ মানুষ বন্দে ভারতে সফর করেছেন।’ আর এই প্রসঙ্গেই নাম না করে ইউপিএ জমানাকে তীব্র কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। মোদি বলেছেন, ‘অতীতে যখন মন্ত্রিসভা গঠন করা হতো, তখন একটাই চর্চার বিষয় ছিল যে রেলমন্ত্রী কে হবেন। কারণ মনে করা হতো, যিনি রেলমন্ত্রী হবেন তাঁর রাজ্যেই সবথেকে বেশি ট্রেন চলবে। ট্রেনের ঘোষণা হয়তো হতো। কিন্তু যত ঘোষণা হতো, তার সবই চালানো হতোই না। এর ফলে শুধু রেলের নয়, গোটা দেশের ক্ষতি হয়েছে। ২০১৪ সালে রেলের যা বাজেট ছিল, তার থেকে বরাদ্দ আট গুণ বৃদ্ধি পেয়েছে। ডাবলিং হোক কিংবা রেললাইনের বৈদ্যুতিকরণ, অথবা নতুন ট্রেন চালানো —এই সরকার বরাবর ভূমিকা নিয়েছে।’ মোদি বলেন, ‘দেশে এমন অনেক স্টেশন আছে যেগুলি ইংরেজ আমলে প্রতিষ্ঠিত হয়েছে। অথচ স্বাধীনতার ৭৫ বছর পরেও সেগুলির কোনও উন্নতি হয়নি। স্বাধীনতার অমৃতকালে আমরা অমৃত ভারত স্টেশন প্রকল্প শুরু করেছি।’ স্টেশনের প্রতিষ্ঠা দিবস পালনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, ‘সম্প্রতি তামিলনাড়ুর কোয়েম্বাটোর, মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাসের মতো বেশ কয়েকটি স্টেশনের প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। কোয়েম্বাটোর স্টেশন সম্প্রতি ১৫০ বছর পূরণ করেছে।’ রেলের অনুষ্ঠান মঞ্চেও মহিলা সংরক্ষণ বিল পাসের প্রসঙ্গ টেনেছেন মোদি। নিজের সরকারের সাফল্য বোঝাতে টেনে এনেছেন জি-২০ সম্মেলন, চন্দ্রযান-৩, আদিত্য এল-১ এর মতো কর্মসূচিও।  
14Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো সঞ্চয় ও শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থ লাভের যোগ প্রবল। মানসিক অস্থিরতা থাকবে। সন্তানের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা