দেশ

মেইতেই সংগঠনের ডাকা বন্‌ধের দ্বিতীয় দিনেও বিপর্যস্ত জনজীবন

ইম্ফল: অশান্তি অব্যাহত মণিপুরে। সেনার উর্দির অপব্যবহার অভিযোগে ধৃত পাঁচজনের মুক্তির দাবিতে রাজ্যে ৪৮ ঘণ্টার বন্‌঩ধ বুধবার দ্বিতীয় দিনে পড়ল। এদিনও উপত্যকার নানা জেলায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। স্কুল-কলেজ থেকে শুরু করে বাজার-হাট, ব্যাঙ্ক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ছিল বন্ধ। সরকারি দপ্তরেও হাজিরার হার নিতান্তই নগণ্য। সম্প্রতি গ্রামরক্ষা কমিটির ওই পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে পুলিস। তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে ৪৮ ঘণ্টা বন্‌঩ধের ডাক দেয় মেইতেই মহিলা সংগঠন ও স্থানীয় পাঁচটি ক্লাব। উপত্যকার পাঁচ জেলায় এদিন শয়ে শয়ে মহিলাকে রাস্তা অবরোধ করতে দেখা গিয়েছে।  ইম্ফল ইস্ট জেলার ওয়াংখেইতে এক বিক্ষোভকারীর অভিযোগ, ‘পুলিস লাগাতার আমাদের গ্রেপ্তার করছে। নিরস্ত্র সাধারণ মানুষের উপর কাঁদানে গ্যাসের শেল ছুড়ছে। অথচ কুকি অধ্যূষিত চুড়াচাঁদপুর এবং কাংপোকপি জেলায় বন্দুক হাতে টহলদারি চালাচ্ছে স্থানীয়রাই।’ এই অবস্থাতেই সমাজের কিছু শ্রেণির নীতিপুলিসির বিরুদ্ধে গর্জে উঠলেন রাজ্যের ভূমিকন্যা অভিনেত্রী সোমা লাইশরাম। সম্প্রতি নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে যোগ দিতে অভিনেত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই অনুষ্ঠানেই লাইশরামকে আটকাতে ফরমান জারি করে ইম্ফলের সুশীল সমাজ সংগঠন কাংলেইপাক কাংবা লুপ। তাদের দাবি ছিল, সেটাই হবে কেন্দ্রের বিরুদ্ধে মণিপুরবাসীর প্রতিবাদ। তবে নিষেধাজ্ঞা না মেনে ব্যক্তি স্বাধীনতাকেই প্রাধান্য দেন লাইশরাম। এর প্রেক্ষিতে তিনি বলেন, ‘কঠোরভাবে এই নিষেধাজ্ঞার প্রতিবাদ জানাচ্ছি। একজন শিল্পী ও সমাজকর্মী হিসেবে যখন যেখানে প্রয়োজন, কথা বলার অধিকার আমার রয়েছে। নিজের রাজ্য, আমার মাতৃভূমির প্রতিনিধিত্ব করে কোনও অন্যায় করিনি।’
একশোরও বেশি মণিপুরি ছবিতে অভিনয় করেছেন লাইশরাম। উত্তর-পূর্বের মানুষের কাছে তাঁর যথেষ্ঠ জনপ্রিয়তা রয়েছে। 
12Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা