দেশ

ফের মধ্যপ্রদেশ, দুর্ঘটনায় জখম আদিবাসী প্রৌঢ়কে জুতোপেটা বিজেপি নেতার
 

ভোপাল: ফের আদিবাসী নিগ্রহ বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। দুর্ঘটনায় গুরুতর জখম এক প্রৌঢ়কে ব্যাপক মারধরের অভিযোগ উঠল খোদ বিজেপিরই দাপুটে যুবনেতার বিরুদ্ধে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই প্রৌঢ়। এই ঘটনায় এখন সরগরম মধ্যপ্রদেশের রাজনীতি। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পদত্যাগের দাবি তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। 
একটি দুর্ঘটনাকে ঘিরে ঘটনার সূত্রপাত। রবিবার অনুপপুর জেলার রাজেন্দ্র থানার বাইরি বাঁধের কাছে বাইক দুর্ঘটনায় ভোমা সিং মারাভি (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তাঁর সঙ্গে ছিলেন বার্নু সিং মারাভি (৫৭) নামে ওই আদিবাসী প্রৌঢ়। উল্টোদিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির। চালক ছিলেন ভোমা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। জখম হন বার্নু। তিনিও আদিবাসী সম্প্রদায়ের। পুলিস জানিয়েছে, দুর্ঘটনার পর অকুস্থলে প্রচুর মানুষ ভিড় করেন। সেখানে চলে আসেন বিজেপির যুব মোর্চার স্থানীয় নেতা জয়গণেশ দীক্ষিতও। তিনি বার্নুর কাছে দুর্ঘটনার কারণ জানতে চান। বার্নু তখন আঘাতের যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। যুবনেতার নানা প্রশ্নের উত্তর দিতে পারছিলেন না। আচমকা মেজাজ হারিয়ে প্রৌঢ়কে বেধড়ক মারতে থাকেন গণেশ। সেই নির্মম দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে পড়ে মুহূর্তে। ভিডিওতে দেখা গিয়েছে, আদিবাসী প্রৌঢ়কে জুতোপেটা করছেন গণেশ। যা দেখে শিউরে উঠেছেন নেট নাগরিকরা। বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধী কংগ্রেসও। 
মধ্যপ্রদেশে বারবার দলিত নিগ্রহের ঘটনা সামনে আসায় মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পদত্যাগ দাবি করেছেন বিরোধী দলনেতা কমল নাথ। তিনি বলেন, ‘শুধু দলিতদের উপর অত্যাচার, নির্যাতন নয়, বিভিন্ন হিংসাশ্রয়ী ঘটনাতেও রাজ্যকে পয়লা নম্বরে তুলে এনেছে বিজেপি সরকার।’ এর পরেই  তাঁর সংযোজন, ‘শিবরাজজি এবার দয়া করে পদত্যাগ করুন। অশান্তি, হিংসা থেকে রাজ্যকে মুক্তি দিন।’ চাপে পড়ে অভিযুক্ত ওই যুবনেতাকে বহিষ্কার করেছে বিজেপি। তবে, ঘটনার পর থেকেই বেপাত্তা গণেশ। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। 
12Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা