দেশ

রাজ্য বিমা নিগমে নয়া মহিলা গ্রাহকের সংখ্যায় চিন্তিত কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রায় ২০ লক্ষের মধ্যে চার লক্ষও নয়। কর্মচারী রাজ্য বিমা নিগমে (ইএসআইসি) মহিলা গ্রাহক অন্তর্ভুক্তির হারে রীতিমতো চিন্তিত কেন্দ্রীয় সরকার। গত জুলাই মাসের নিরিখে বুধবারই শ্রমমন্ত্রকের আওতাধীন ইএসআইসির পে-রোল ডেটা প্রকাশ করেছে মোদি সরকার। তাতে দেখা যাচ্ছে, গত জুলাই মাসে ইএসআইসিতে মোট ১৯ লক্ষ ৮৮ হাজার নতুন গ্রাহক নথিভুক্ত হয়েছেন। কিন্তু এর মধ্যে মহিলা গ্রাহকের সংখ্যা মাত্র ৩ লক্ষ ৮২ হাজার। কর্মী প্রভিডেন্ট ফান্ডের মতো ইএসআইতেও নতুন গ্রাহক অন্তর্ভুক্ত হওয়ার অর্থ হল যে, সমসংখ্যক কর্মসংস্থান হয়েছে। কারণ নতুন চাকরিতে যোগদান করলেই মাসিক বেতন সর্বোচ্চ ২১ হাজার টাকা পর্যন্ত সরকারি স্বাস্থ্যবিমা পরিষেবা ইএসআইয়ের আওতায় থাকা বাধ্যতামূলক। 
এদিন পে-রোল ডেটা প্রকাশ করে শ্রমমন্ত্রক জানিয়েছে, এই ১৯ লক্ষ ৮৮ হাজারের মধ্যে ৯ লক্ষ ৪০ হাজারই তরুণ। যাঁদের বয়স ২৫ বছরের মধ্যে। পাশাপাশি জুলাই মাসের নিরিখে সারা দেশের ২৭ হাজার ৮৭০টি নতুন সংস্থা-প্রতিষ্ঠানকে ইএসআইসির আওতায় আনার কথাও জানিয়েছে কেন্দ্র। এদিন শ্রমমন্ত্রকেরই আওতায় থাকা কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনেরও (ইপিএফও) পে-রোল ডেটা প্রকাশ করেছে মোদি সরকার। তাতে দেখা যাচ্ছে, গত জুলাই মাসের নিরিখে ১৮ লক্ষ ৭৫ হাজার গ্রাহক কর্মী প্রভিডেন্ট ফান্ডের অন্তর্ভুক্ত হয়েছে। ২০১৮ সালের এপ্রিলে ইপিএফওর প্রথম পে-রোল ডেটা প্রকাশ করার সময় থেকে এটি এখনও পর্যন্ত সর্বোচ্চ অন্তর্ভুক্তি। তবে কর্মী প্রভিডেন্ট ফান্ডেও মহিলা গ্রাহকের নতুন অন্তর্ভুক্তি তুলনামূলকভাবে অনেক কম। জুলাই মাসের পে-রোল ডেটা বলছে, ৩ লক্ষ ৮৬ হাজার মহিলা গ্রাহকের অন্তর্ভুক্তি হয়েছে। তার মধ্যে ২ লক্ষ ৭৫ হাজার মহিলা গ্রাহক নতুন। 
12Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা