দেশ

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ৩ অক্টোবর দিল্লিতে প্রতিবাদ তৃণমূলের, চলবে বঙ্গেও

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একই সময়ে দিল্লিতে চলবে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, অন্যদিকে সারা বাংলায় ব্লকে ব্লকে অনুষ্ঠিত হবে তৃণমূলের অনুরূপ কর্মসূচি। রাজ্যের শাসক দলের তরফে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩ অক্টোবরের ওই কর্মসূচির বিষয়ে জেলায় জেলায় একটি সুনির্দিষ্ট নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে দলের রাজ্যস্তর থেকে। 
আগামী ২ ও ৩ অক্টোবর দেশের রাজধানীর বুকে বৃহত্তর আন্দোলন কর্মসূচি নিয়েছে তৃণমূল। ২ তারিখ গান্ধী জয়ন্তীতে দিল্লির রাজঘাটে প্রার্থনা জানাবেন তৃণমূল নেতৃত্ব। তার পরদিন কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে চলবে প্রতিবাদ কর্মসূচি। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করে বাংলার প্রাপ্য অর্থের দাবি জানাবেন তৃণমূল নেতৃত্ব। এই কর্মসূচিতে নয়াদিল্লির বুকে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী, বিধায়ক, সাংসদ এবং জেলা পরিষদের সভাধিপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতিরা। দলের তরফে সংশ্লিষ্ট সকলকেই ১ অক্টোবর দিল্লিতে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 
তৃণমূল প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল, ১০০ দিনের কাজসহ কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে যাঁরা বঞ্চিত, তাঁদের দিল্লিতে নিয়ে যাওয়া হবে। সেখানে কয়েক হাজার মানুষের সমাগম করার কথা ছিল। কিন্তু থাকা-খাওয়ার জন্য রামলীলা ময়দানে তাঁবু খাটানোর অনুমতি চেয়েও এখনও পর্যন্ত তৃণমূল তা পায়নি। ফলে এই অবস্থায় দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১০০ দিনের কাজে বঞ্চিত মানুষের চিঠি নিয়েই দিল্লি যাবেন নেতৃত্ব। আর ৩ তারিখ বাংলার প্রতিটি ব্লকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কর্মসূচি নেবে তৃণমূল। সকাল থেকেই তা ব্লকে ব্লকে পালিত হবে। আর দিল্লির বুকে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখবেন, তখন তা রাজ্যজুড়ে তুলে ধরা হবে। অর্থাৎ দিল্লি থেকে পশ্চিমবঙ্গ—এক সূত্রে কর্মসূচিকে বাঁধতে চলেছে তৃণমূল।
অন্যদিকে, আগামীকাল শুক্রবার তৃণমূল মহিলা কংগ্রেস স্বাক্ষর অভিযানের মধ্য দিয়ে পথে নামতে চলেছে। মহিলা সংরক্ষণ বিল কেন্দ্রের বিজেপি সরকার আনলেও মণিপুর নিয়ে তারা উদাসীন বলে অভিযোগ তৃণমূলের। ‘আমার স্বাক্ষর আমার প্রতিবাদ’ শীর্ষক কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সই সংগ্রহ করবে দল। কলকাতা ভিক্টোরিয়া হাউসের সামনে এবং রাজ্যের প্রতিটি পুরসভা এলাকায় এই কর্মসূচি চলবে। 
তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, মণিপুরে মহিলাদের উপর লাগাতার নির্যাতন হয়েছে। অথচ মোদি সরকার সেদিকে বিন্দুমাত্র নজর দেয়নি। বিজেপি যে মহিলাদের সম্মান করে না, সেটা দলীয় কর্মসূচির মাধ্যমেই তৃণমূল কংগ্রেস তুলে ধরবে।
12Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা