নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভ্রমণপিপাসুদের জন্য সুখবর। কলকাতা থেকে এক জোড়া ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। আইআরসিটিসির পূর্বাঞ্চলীয় শাখার তরফে এই প্যাকেজ ট্যুর ঘোষণা করা হয়েছে। কলকাতা-বৈষ্ণোদেবী এবং কলকাতা-গোয়া রুটে চলবে এই দু’টি ভারত গৌরব ট্রেন। আগামী ২৫ জুন কলকাতা থেকে বৈষ্ণোদেবীর উদ্দেশে রওনা দেবে ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ শীর্ষক প্রচারভিত্তিক এই বিশেষ ট্রেন। আট দিন এবং সাত রাতের এই ট্যুরে একাধিক ঐতিহাসিক ও ধর্মীয় স্থান ঘুরিয়ে দেখানো হবে। মূলত তিনটি ক্যাটিগরিতে যাত্রা করা যাবে এই ট্রেনে। ইকনমিক ক্লাসে ১৩ হাজার ৬৮০ টাকা, স্ট্যান্ডার্ড ক্লাসে ২১ হাজার ৮৯০ টাকা এবং কমফর্ট ক্লাসে ২৩ হাজার ৯৯০ টাকা ভাড়া পড়বে জনপিছু। যাত্রীরা একাধিক স্টেশন থেকে উঠতে ও নামতে পারবেন। সেগুলি হল কলকাতা স্টেশন, খড়্গপুর জংশন, মুরি, রাঁচি, বোকারো, স্টিল সিটি, চন্দ্রপুরা, গোমহ জংশন, হাজারিবাগ রোড, কদেরমা, গয়া, শাসারাম, দীনদয়াল উপাধ্যায় জংশন, জম্মু তাওয়াই ইত্যাদি।
দ্বিতীয় ভারত গৌবর ট্রেনটি আগামী ১৩ আগস্ট কলকাতা থেকে গোয়ার দিকে রওনা দেবে। ১০ রাত ও ১১দিনের এই ট্যুর প্যাকেজে থাকছে সিরিডি, অজন্তা-ইলোরার মতো দর্শনীয় স্থানগুলি। এ ক্ষেত্রেও তিন ধরনের প্যাকেজ রয়েছে। মাথাপিছু খরচ ইকনমিক ক্লাসে ২১ হাজার ৫০ টাকা, স্ট্যান্ডার্ড ক্লাসে ৩১ হাজার ৪৫০ টাকা এবং কমফোর্ট ক্লাসে ৩৪ হাজার ৫০০ টাকা পড়বে। এক্ষেত্রে যাত্রীরা কলকাতা, ব্যান্ডেল জং, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, চন্দ্রপুরা, বোকারো স্টিল সিটি, মুরি, রাঁচি, রাউরকেল্লা, বিলাসপুর, রায়পুর, নাগপুর ইত্যাদি স্টেশনে ওঠা-নামা করতে পারবেন। - ফাইল চিত্র