দেশ

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে আজ
রাজ্যের আম পাঠাচ্ছেন মমতা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  রাজনৈতিক বিরোধিতা বজায় থাকলেও ‘সৌজন্যে’র অভাব রাখছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠাচ্ছেন বাংলার সুস্বাদু আম। সুদৃশ্য বাক্সে হিমসাগর, লক্ষ্মণভোগ, ফজলি সহ নানা প্রজাতির চার কিলো আম পাঠানো হবে ৭ লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে। নরেন্দ্র মোদির পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কেও মুখ্যমন্ত্রীর তরফে পাঠানো হবে সৌজন্যের আম। 
সোমবার থেকে দিল্লিতে শুরু হল আম মেলা। চলবে ১৯ জুন পর্যন্ত। দিল্লির কেন্দ্রস্থল কনর্ট প্লেসের  কাছে জনপথের হ্যান্ডলুম হাটে বসেছে এই মেলা। উদ্বোধন করলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ সচিব সুব্রত গুপ্ত। উপস্থিত ছিলেন দিল্লিতে রাজ্যের রেসিডেন্ট কমিশনার উজ্জয়িনী দত্ত, ডেপুটি রেসিডেন্ট কমিশনার শাশ্বত দাঁ এবং রেসিডেন্ট কমিশনারের উপদেষ্টা রতন মুখোপাধ্যায়। বাংলার আম চাষিদের ব্যবসার সুযোগ করে দিতেই দিল্লিতে এই আম মেলার আয়োজন জানিয়ে সুব্রতবাবু বলেন, আম উৎপাদনে গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে ষষ্ঠস্থানে। গড়ে প্রতি বছর প্রায় ২৬ লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয় বাংলায়। তার মধ্যে থেকে দিল্লির মেলার জন্য আনা হয়েছে ৪০ হাজার মেট্রিক টন। হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, মল্লিকা, লক্ষ্মণভোগ, ফজলি, গোলাপ খাস, রাজভোজের পাশাপাশি রয়েছে নবাব সিরাজদৌল্লার পছন্দের ‘কোহিতুর’, ‘বেগম খাসে’র মতো আমও। পরিচিত আমের পাশাপাশি পশ্চিমবঙ্গে জাপানের ‘মিয়াজাকি’ এবং দক্ষিণ ফ্লোরিডা’র ‘পামার’ আম বাংলার ফলানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সুব্রত গুপ্ত। বাঁকুড়ার বড়জোড়া এবং নদীয়ার আয়েশপুরে এই বিদেশি আমের চাষ শুরু হয়েছে।
16Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা