দেশ

পর্ন কাণ্ড: দায়িত্বপ্রাপ্ত কলকাতার
সংস্থার সঙ্গে চুক্তি বাতিল রেলের
দায়ের দু’টি এফআইআর

পাটনা: পাটনা স্টেশনের ডিসপ্লে স্ক্রিনে পর্ন ক্লিপ কাণ্ডে কড়া পদক্ষেপ। ঘটনার দু’দিন পর স্ক্রিনগুলিতে সম্প্রচারের দায়িত্বপ্রাপ্ত কলকাতার সংস্থা দত্ত স্টুডিওর বিরুদ্ধে ব্যবস্থা নিল রেল। পূর্ব-মধ্য রেলের মুখপাত্র বীরেন্দ্র কুমার বলেন, ‘অভিযুক্ত সংস্থার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে চুক্তি বাতিল করা হয়েছে। ওই সংস্থাকে কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়াও শুরু করা হয়েছে।’ রেলের আধিকারিকরা জানিয়েছেন, ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর দত্ত স্টুডিওর বিরুদ্ধে দু’টি এফআইআর দায়ের করা হয়েছে। তথ্য-প্রযুক্তি আইনের অধীনে কলকাতার ওই সংস্থার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে আরপিএফ। অন্যটি জিআরপি। সূত্রের খবর, ঘটনার তদন্তে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে জিআরপির একটি টিমকে। কলকাতায় দত্ত স্টুডিওর অফিস থেকে জিআরপির টিম প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করবে। সংস্থার আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। প্রয়োজনে কলকাতার পাশাপাশি এরাজ্যের অন্যান্য জেলাতেও যাবে জিআরপির তদন্তকারী দলটি। অবশ্য, অভিযুক্ত সংস্থার বর্তমান বা প্রাক্তন কোনও কর্মীর অন্তর্ঘাতের কারণে ওই ঘটনা ঘটল কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে তদন্তে এখনও পর্যন্ত কী কী তথ্য উঠে এসেছে, তা বিস্তারিতভাবে জানানো হয়নি।
17Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা