দেশ

রেকর্ড সময়ে ১ কোটি মিটার উৎপাদন
বস্ত্রশিল্পে বাংলার সাফল্য তুলে ধরে
ভিনরাজ্যে রোড শোয়ে উদ্যোগী রাজ্য

 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে স্কুলের ছাত্রছাত্রীদের পোশাক তৈরি হবে রাজ্যে উৎপাদিত কাপড় দিয়েই। এটাই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন। সেই স্বপ্ন সফল হল মাত্র দু’বছরেই। কারণ, এই সময়কালেই শ্যুটিং-শার্টিংয়ের কাপড়ের উৎপাদন একেবারে শূন্য থেকে বেড়ে দাঁড়াল এক কোটি মিটার। বাংলায় পাওয়ারলুম বসাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নেওয়া ‘পশ্চিমবঙ্গ টেক্সটাইল ইনসেন্টিভ স্কিমের’ উপর ভর করেই এল এই সাফল্য। অর্থাৎ, প্রয়োজনীয় শ্যুটিং-শার্টিংয়ের কাপড় উৎপাদনে স্বনির্ভর হওয়ার পথে রাজ্য। বস্ত্রশিল্পে বাংলার এই সাফল্য তুলে ধরে, আরও বিনিয়োগ টানতে রাজ্যে রাজ্যে রোডশো করার উদ্যোগও নিচ্ছে নবান্ন। 
রাজ্যের বস্ত্রশিল্প সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শনিবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে একটি ওয়ার্কশপের আয়োজন করেছিল রাজ্য সরকার। সেখানে পশ্চিমবঙ্গ হোসিয়ারি অ্যাসোসিয়েশন, অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, ইন্ডিয়ান চেম্বার অব কমার্স সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এই শিল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদ্বী। রাজ্যের তরফ থেকে উপস্থিত ছিলেন ক্ষুদ্রশিল্প দপ্তরের সচিব রাজেশ পান্ডে, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব শান্তনু বসু, ভূমি দপ্তরের সচিব স্মারোকী মহাপাত্র সহ সংশ্লিষ্ট দপ্তরের সচিবরা। বস্ত্রশিল্পের সঙ্গে জড়িত প্রায় ৬৫০ জন বিনিয়োগকারীও নিজেদের সুবিধা, অসুবিধার কথা তুলে ধরেন।  নির্দিষ্ট সময়ের মধ্যে বস্ত্রশিল্পের জন্য নেওয়া প্রকল্পগুলি শেষ করার পাশাপাশি এই ক্ষেত্রে আরও বিনিয়োগ টানতে একটি টাস্কফোর্স গড়ার কথা বলেন মুখ্যসচিব। এই ওয়ার্কশপ থেকেই আগামী দিনের একগুচ্ছ কাজ হাতে নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। শুধু বস্ত্রশিল্পের জন্য শালবনী, দুর্গাপুর এবং আসানসোলে ২০০ একরের উপর জমিতে গড়ে উঠবে শিল্পতালুক। রপ্তানি বাড়াতে নদীয়া এবং বর্ধমানে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলেও জানা গিয়েছে। ফুলিয়া এবং শান্তিপুরে একাধিক অত্যাধুনিক পরিকাঠামো গড়ে তোলা হবে। ভিন রাজ্যে গিয়ে বিনিয়োগকারীদের কাছে সাফল্য তুলে ধরতে রোডশো করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজের বিশেষ এসএআইপি স্কিমের সাহায্যে শিল্পতালুক গড়ে আগামী তিন বছরে রাজ্যে প্রায় দু’হাজার কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে এবং এতে সৃষ্টি হবে ৩০ হাজার কর্মসংস্থান। এখনও পর্যন্ত রাজ্যে ৮০০টি অত্যাধুনিক 
পাওয়ারলুম বসেছে। এর মাধ্যমেই এক কোটি মিটার শ্যুটিং, শার্টিংয়ের কাপড় উৎপাদিত হয়েছে, যা ব্যবহার করেই তৈরি হচ্ছে স্কুল ইউনিফর্ম। এপ্রিলের মধ্যে আরও ২০০টি পাওয়ারলুম বসতে চলেছে রাজ্যে। আগামী চার বছরে উৎপাদন বেড়ে দাঁড়াবে চার হাজার কোটি মিটার। বর্তমানে হাওড়ার জগদীশপুর হোসিয়ারি পার্কে একটি সুতোকল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে চলতি বছরেই উৎপাদন শুরু হয়ে যাবে। পাশাপাশি, ৩৫০ কোটি টাকা বিনিয়োগে হাওড়ার বাউড়িয়ায় গড়ে উঠছে নতুন জুট মিল। 
19Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা