বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

জুনিয়র ক্রিকেটে জয় পেল পাণ্ডবেশ্বর ফুটবল অ্যাকাডেমি

সংবাদদাতা, বর্ধমান: দুর্গাপুরে মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত জুনিয়র ক্রিকেট লিগে শুক্রবারের খেলায় জয়ী হয়েছে পাণ্ডবেশ্বর ফুটবল অ্যাকাডেমি। তারা ৭ উইকেটে দুর্গাপুর ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে জেতে। ঘরের মাঠে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৯ ওভারে ৫ উইকেটে ১৩৩ রান তোলে দুর্গাপুর ক্রিকেট ক্লাব। ১৭.৪ ওভারে ৩ উইকেটে ১৩৭ রান তুলে ম্যাচ জিতে নেয় পাণ্ডবেশ্বর ফুটবল অ্যাকাডেমি। 
জুনিয়র ফুটবলে জয়ী দুর্গাপুর হিরোজ এবং সুভাষচন্দ্র বয়েজ: মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত জুনিয়র ফুটবল লিগে শুক্রবার দু’টি খেলা হয়। একটিতে দুর্গাপুর হিরোজ এবং অপরটিকে সুভাষচন্দ্র বয়েজ ক্লাব জয়ী হয়েছে। 
লাল ময়দান মাঠে দুর্গাপুর হিরোজ ৩-০ গোলে এরিয়ান ক্লাবের বিরুদ্ধে জেতে। সুরজিৎ হেমব্রম, রাজীব বেশরা ও লক্ষ মল্লিক গোল করে। অপর ম্যাচে বি-জোন বয়েজ স্কুল মাঠে সুভাষচন্দ্র বয়েজ ক্লাব ২-০ গোলে সুকান্ত পাঠচক্রকে হারিয়ে দেয়। 
মহিলা ফুটবলে ওয়াকওভার পেল অগ্রণী সংস্কৃতি পরিষদ: মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত মহিলা ফুটবল লিগে এদিন ওয়াকওভার পেয়েছে অগ্রণী সংস্কৃতি পরিষদ। উখড়া পূজারী ফুটবল কোচিং সেন্টার গরগাজির থাকায় অগ্রণী সংস্কৃতি পরিষদকে জয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতার সেমিফাইনালে চারটি দল উঠেছে। দলগুলি হল অআকখ ফুটবল কোচিং সেন্টার, অগ্রণী সংস্কৃতি পরিষদ, ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাব ও সুভাষচন্দ্র বয়েজ ক্লাব। সেমিফাইনালে অআকখ খেলবে অগ্রণী সংস্কৃতি পরিষদের বিরুদ্ধে। ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাব মুখোমুখি হবে সুভাষচন্দ্র বয়েজ ক্লাবের।
ক্রিকেটে জয়ী বর্ধমান: সিএবি পরিচালিত আন্তঃজেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতায় সহজ জয় পেল বর্ধমান। দু’দিনের খেলা একদিনেই শেষ হয়ে গিয়েছে। শুক্রবার বর্ধমান শহরের রাধারানি স্টেডিয়ামে গ্রুপ পর্বের খেলায় বর্ধমান ৭ উইকেটে দক্ষিণ দিনাজপুরকে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে ৫৩ ওভারে ১২৮ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ দিনাজপুর। জবাবে ১৬.৪ ওভারে ৩ উইকেটে ১২৯ রান তুলে প্রথম দিনেই ম্যাচ শেষ করে দেয় বর্ধমান। এই গ্রুপে তিনটি দল রয়েছে। পরের ম্যাচে দক্ষিণ দিনাজপুর খেলবে বীরভূমের বিরুদ্ধে। ১৬ ও ১৭ জানুয়ারি বর্ধমান খেলবে বীরভূমের বিরুদ্ধে।
14d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা