বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

বিজিবি’র আপত্তি উড়িয়ে মেখলিগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া গ্রামবাসীর

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, মেখলিগঞ্জ: মালদহের পর মেখলিগঞ্জ। শুক্রবার মেখলিগঞ্জের দহগ্রাম আঙ্গারপোঁতায় কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ভারতীয় ভূখণ্ডে চাষিরা নিজেদের জমিতে বেড়া দিতে গেলে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এমনকী, বাংলাদেশিরা হুমকিও দেয়। তাতে দমে না গিয়ে প্রায় দেড় কিমি এলাকায় বেড়া দিয়েছেন ভারতীয়রা। তাঁদের বক্তব্য, বাংলাদেশি গোরু পাচারকারী ও লুটেরাদের হাত থেকে জমির ফসল রক্ষা করতেই এমন পদক্ষেপ। 
বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের এক অফিসার জানান, গ্রামবাসীরা নিজেরাই নিজেদের জমিতে অস্থায়ীভাবে কাঁটাতারের বেড়া দিয়েছেন। এর সঙ্গে বিএসএফের কোনও সম্পর্ক নেই। তা হলেও গ্রামের পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। 
উত্তরবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী স্পর্শকাতর গ্রামগুলির মধ্যে দহগ্রাম আঙ্গারপোঁতা অন্যতম। এটি মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে। সংশ্লিষ্ট গ্রামের ওপারে বাংলাদেশের লালমণিরহাট উপজেলার পাটগ্রাম। দুই দেশের এই সীমান্ত উন্মুক্ত। এখানে বাংলাদেশি গোরু পাচারকারী ও ফসল লুটেরাদের দৌরাত্ম্য দীর্ঘদিনের। বিএসএফ বহু চেষ্টা করেও উন্মুক্ত সেই এলাকায় কাঁটাতারের বেড়া দিতে পারেনি। এ ব্যাপারে বিএসএফ যখনই উদ্যোগী হয়, তখনই বিজিবি আপত্তি তোলে বলে অভিযোগ। 
এই প্রেক্ষাপটে শুক্রবার দহগ্রাম আঙ্গাপোঁতার বাসিন্দারাই জমিতে ঘেরা দিতে শুরু করেন। এনিয়ে বিজিবি আপত্তি তোলে। অভিযোগ, বিজিবির সশস্ত্র জওয়ানরা ভারতীয় ভূখণ্ডের কাছে এসে বেড়া দেওয়ার কাজে বাধা দেন। সেই সময় বাংলাদেশ থেকে ভেসে আসে হুমকি। 
গ্রামবাসীদের বক্তব্য, শীত, গ্রীষ্ম, বর্ষা সব মরশুমেই বাংলাদেশি গোরু পাচারকারীদের দাপটে জমির ফসল নষ্ট হয়। উন্মুক্ত সীমান্ত হওয়ায় বাংলাদেশের গবাদিপশু জমিতে ঢুকে ফসল নষ্ট করে। তাছাড়া বাংলাদেশি দুষ্কৃতীরা জমির ধান সহ ফসল কেটে নিয়ে যায়। তাই ফসল রক্ষা করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। 
সংশ্লিষ্ট সীমান্তে জিরো লাইন থেকেই ভারতীয় কৃষকদের চাষের জমি। এখন সেখানে কিছু জমিতে শীতের সব্জি ও আলু চাষ হয়েছে। কিছু জমি পতিত। এদিন সেখানে বেড়া দেওয়ার সময় উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে গ্রাম যায় পুলিস। একই ধরনের ঘটনা অন্দরান খড়খড়িয়া গ্রামেও ঘটে। গ্রামবাসীরা বলেন, বহুবার পাচারকারীদের দৌরাত্ম্য নিয়ে বিএসএফের মাধ্যমে বিজিবি’কে জানানো হয়েছে। তারা পাচারকারীদের দৌরাত্ম্য রুখতে পারেনি। তাঁদের অভিযোগ, পাচারকারীদের মদত দিচ্ছে বিজিবি। তাই বেড়া দেওয়া নিয়ে বার বার আপত্তি করছিল ওরা। এবার তাতে পাত্তা দেয়নি গ্রামবাসীরা। দেশ রক্ষায় বিএসএফের সঙ্গে রয়েছেন গ্রামবাসীরা। রাতে গ্রামে পাহারাও দেওয়া হবে। 
14d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা