বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

পুরুলিয়ার উজ্জ্বল নক্ষত্র বাংলা দলের মনোতোষ

সংবাদদাতা, রঘুনাথপুর: নিতুড়িয়া ব্লকের মনোতোষ মাজি এখন পুরুলিয়া জেলার উজ্জ্বল নক্ষত্র। সন্তোষ ট্রফি জয়ী বাংলা টিমের অন্যতম সদস্য তিনি। তাঁর বাবা নন্দলাল মাজি সিআইএসএফে চাকরি পেয়ে গ্রামের নাম উজ্জ্বল করেছিলেন। এক বছর আগে তাঁর বোন সাইবা মাজি আইআইটি খড়্গপুরে সুযোগ পেয়ে গ্রামের নাম রাখেন। পাশাপাশি মনতোষের নামও শিরোনামে উঠে আসায় গ্রামবাসীরা গর্বিত। মনোতোষের সাফল্যের জন্য জেলা প্রশাসন তাঁকে অভিনন্দন জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিতুড়িয়া ব্লকের দীঘা গ্রাম পঞ্চায়েতের তিলতোড় গ্রামের বাসিন্দারা মনোতোষের গ্রামে ফেরার অপেক্ষায়। তাঁরা আনন্দে আত্মহারা। ফেব্রুয়ারিতে মনোতোষের গ্রামে ফেরার কথা। গ্রামের বাসিন্দারা তাঁকে সংবর্ধনা দিতে আয়োজন করছেন।
গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, মনোতোষের শৈশব কেটেছে নিতুড়িয়াতে। তাঁর বাবা কেন্দ্রীয় বাহিনীতে চাকরি করায় তাঁকে দেশের বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে। তবে এখনও গ্রামে উৎসব অনুষ্ঠানে তাঁদের পরিবার আসে। ছোট থেকে ফুটবলের প্রতি তাঁর টান ছিল। তাই গ্রামের মাঠ হোক কিংবা শহরের মাঠ, যেখানে খেলা হতো সেখানেই ফুটবল খেলতে চলে যেতেন। উচ্চ মাধ্যমিক পাশের পর ফুটবলের প্রতি তাঁর টান বেড়ে যায়। বছর পঁচিশের মনোতোষ ২০১৭ সালে কলকাতার একটি ক্লাবে ফুটবলের কোচিং নিতে শুরু করেন। তালতলা, কলকাতা পোর্ট ট্রাস্টের হয়ে প্রথম ডিভিশনে খেলেন। তারপর জীবনে নানান ঘাত, প্রতিঘাত নেমে আসে। বাংলা দলে একাধিকবার সুযোগের জন্য চেষ্টা করেন। কিন্তু ২০২১, ২২, ২৩ সালের ট্রায়ালে বাদ পড়ে যান। তবে এবারে চান্স পেয়ে নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়েছিলেন।
মনোতোষ জানিয়েছেন, বাংলার মূল দল থেকে বাদ পড়তে পড়তে হতাশ হয়ে পড়েছিলাম। সিদ্ধান্ত নিয়েছিলাম এবারের শেষ চেষ্টা করব। দলে সুযোগ পাওয়ার পর নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়েছিলাম। দলে ফরোয়ার্ড হিসেবে খেলেছিলাম। ফাইনাল পর্যন্ত দলকে নিয়ে যেতে মোট ৬টি গোল করেছি ও পাঁচটিতে অ্যাসিস্ট করেছিলাম। সব কিছুই প্রধান প্রশিক্ষক সঞ্জয় সেনের জন্য সম্ভব হয়েছিল। রাজ্য সরকার আমাদের প্রচুর সম্মান দিয়েছে। রাজ্য পুলিসের এএসআই হিসাবে নিয়োগপত্র পেয়েছি। মনোতোষের দাদা রাজেশ মাজি বলেন, মনোতোষের জন্য আমরা সমস্ত নিতুড়িয়াবাসী গর্বিত। আমরা ওর গ্রামে আসার অপেক্ষায় রয়েছি।  নিজস্ব চিত্র
14d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা