বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

আরামবাগে আজ শুরু গ্রন্থ, বিজ্ঞান মেলা, নাট্য উৎসব

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আজ, শনিবার থেকে শুরু হচ্ছে আরামবাগ গ্রন্থ, বিজ্ঞান মেলা, নাট্য উৎসব ও পুষ্প প্রদর্শনীর। এবার রয়েছে ফুড ফেস্টিভ্যালও। আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। আরামবাগ গ্রন্থমেলা সমিতির হাত ধরে এই মেলা ও উৎসব ১৪তম বর্ষে পা দিল। আরামবাগ শহরের ঈদগাহ জুবিলি পার্ক ময়দানে এই মেলা হয়ে আসছে। মাইকেল মধুসূদন দত্তকে উৎসর্গ করে গ্রন্থমেলার আয়োজন করেছেন উদ্যোক্তারা। প্রত্যেক বছরের মতো এবারও থাকছে নানা আকর্ষণ। আরামবাগের এই গ্রন্থমেলা ও নাট্য উৎসব ঘিরে আট থেকে আশি প্রত্যেকেই উৎসাহী। ইতিমধ্যে মেলার প্রস্তুতিও চলছে চূড়ান্ত পর্যায়ে। দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত গ্রন্থ মেলায় প্রবেশ থাকছে অবাধ। 
উদ্যোক্তারা জানিয়েছেন, গ্রন্থমেলা ও নাট্য উৎসবের সঙ্গে যুক্ত রয়েছেন আরামবাগ সহ মহকুমার অন্যান্য এলাকার বিশিষ্টরা। কয়েক মাস ধরে তার প্রস্তুতি নেওয়া হয়। এবারও একইভাবে নামী প্রকাশনা সংস্থা গ্রন্থমেলায় অংশ নেবে। ৭০টি স্টল থাকবে। বইয়ের প্রকাশনা সংস্থা ছাড়াও নানা শিক্ষা প্রতিষ্ঠানের তরফে স্টলগুলি করা হয়েছে। আরামবাগ গ্রন্থমেলার সভাপতি কৃষ্ণ চন্দ্র সাঁতরা, সম্পাদক রাজেশ চৌধুরী। রাজেশবাবু বলেন, কয়েকটা দিন আরামবাগের মানুষকে উৎসব, আনন্দ উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। বাসিন্দারা এখানে এসে বই যেমন কিনতে পারবেন, তারসঙ্গে আরামবাগে নাটকের প্রতিও বহু মানুষের আগ্রহ রয়েছে। তাঁরা বিভিন্ন নামী সংস্থার সাম্প্রতিক নাটকগুলিও দেখতে পাওয়ার সুযোগ পাবেন। আরামবাগ, হরিপালের পাশাপাশি কলকাতা সহ ভিন জেলার আটটি দল নাটক মঞ্চস্থ করবে। জানা গিয়েছে, গ্রন্থমেলার মাঠেই আয়োজিত হয় পুষ্প প্রদর্শনীর। সেখানে আরামবাগের বাসিন্দারাই বাহারি ফুল দিয়ে মঞ্চ সাজিয়ে তোলেন। মেলা শেষে তাঁদের পুরস্কারও দেবে উদ্যোক্তারা। এছাড়া বিভিন্ন স্কুলের পড়ুয়াদের হাতে তৈরি বিজ্ঞানকেন্দ্রিক প্রদর্শনী আকর্ষণের কেন্দ্রে রয়েছে। 
উদ্যোক্তারা বলেন, এবার মহিলাদের নিয়েও বিশেষ অনুষ্ঠানের চমক ‘শ্রীমতী আরামবাগ’ আয়োজন করা হয়েছে। সংসার, সন্তানের প্রতি দায়বদ্ধতা বজায় রেখে মহিলারা নিজেদের নিজস্বতা প্রকাশ করার সুযোগ পাবেন। গ্রন্থমেলার মঞ্চে তাঁরা নানা অনুষ্ঠান করতে পারবেন। এছাড়া শিশুদের স্বাস্থ্য সহ আইকিউ পরীক্ষার ব্যবস্থাও এবার আকর্ষণের কেন্দ্রে। মেলার প্রথম তিনদিন বিকেলে স্থানীয় শিল্পীরা নানা সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করার সুযোগ পাবেন। সেখানে অংশ নিতে বিভিন্ন সঙ্গীত, আবৃত্তি প্রতিষ্ঠানের শিল্পীদের ভিড় জমেছে।
14d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা