বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

মায়ের স্মৃতিতে লাগিয়েছেন ১০ হাজার গাছ, লক্ষ্য ১ লাখ

রাজদীপ গোস্বামী, মেদিনীপুর: বাম আমলে সরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির জেরে মৃত্যু হয়েছিল মায়ের। মাকে আগলে রাখতে না পারার বেদনা কুরেকুরে খেত তাঁকে। তাই মায়ের মৃত্যুর কয়েকমাস পর থেকে গাছ লাগানোর শপথ নেন। সেটাই ছিল শুরু। বর্তমানে তিনি ১০ হাজারের বেশি গাছ লাগিয়েছেন। গল্পটা খড়গপুর-২ ব্লকের জকপুরের মইশাগ্রামের বাসিন্দা শ্যামল বেরার। তিনি খড়গপুর ডিভিশনের রেলকর্মী। স্থানীয় বাসিন্দাদের কথায়, শ্যামলবাবু বাড়িতেই গাছের যত্ন নেন। বাইকে চেপে গাছ লাগাতে ছুটে যান ব্লকের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। শুধু স্থানীয় এলাকায় কয়েকশো গাছ লাগিয়েছিলেন তিনি। নিজের টাকা খরচ করে গাছের চিকিৎসাও করান। একইসঙ্গে গ্রামে গ্রামে ঘুরে গাছ লাগানোর আবেদন জানিয়ে প্রচারও চালান শ্যামলবাবু। 
মইশাগ্রামে শ্যামলবাবুর বাড়িতেও শতাধিক গাছ রয়েছে। গাছে জল দেওয়ার ফাঁকে শ্যামলবাবু বলেন, মাকে বাঁচাতে পারিনি। তারপর থেকে গাছই আমাদের জীবন। বট, অশ্বত্থ গাছ লাগিয়েছি ছ’হাজারের বেশি। মেদিনীপুর জেলায় এক লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা করে এগিয়ে চলেছি। তিনি আরও বলেন, বহু মানুষ আছেন, যারা নিজেও গাছ লাগাবে না, আবার কেউকে গাছ লাগাতেও দেবে না।  
উল্লেখ্য, প্রায় ৩৫ বছর আগে মা সরস্বতী বেরার সঙ্গে স্থানীয় মনসা মন্দিরে গিয়েছিলেন শ্যামলবাবু। তখন তিনি মাদপুর হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন। সেই সময় তাঁর মা নির্দেশ দেন মন্দির প্রাঙ্গণে বট ও অশ্বত্থ গাছ লাগাতে। মায়ের নির্দেশ অনুসারে গাছ লাগিয়েছিলেন শ্যামলবাবু। পরবর্তী সময়ে পাঁশকুড়া কলেজে পড়াশোনা করার সময় তিনি রেলে চাকরি পান। কিন্তু কিছু দিনের মধ্যেই তাঁর মা জ্বর ও কাশির উপসর্গ নিয়ে মেদিনীপুর জেলা হাসপাতালে ভর্তি হন। সেখানেই তাঁর মায়ের মৃত্যু হয়। এরপর মানসিকভাবে ভেঙে পড়েন শ্যামলবাবু। একইসঙ্গে গাছ লাগানোর কাজ জোরকদমে শুরু করেন। 
স্থানীয় সূত্রে জানাগিয়েছে, এখনও পর্যন্ত শ্যামলবাবু পাঁশকুড়া, জাকপুর, মাদপুর স্টেশন সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণে গাছ লাগিয়েছেন। পাশাপাশি ডেবরা হরিমতি সারস্বত বিদ্যামন্দির সহ একাধিক স্কুল, বাজার, শিশু উদ্যানে গাছ লাগিয়েছেন শ্যামলবাবু। তিনি রাস্তায় ঘুরে ঘুরে আম, জাম, কাঠাল, বট ও অশ্বত্থ গাছের চারা সংগ্রহ করেন। এরপর বাড়িতেই সেই চারা গাছের দেখভাল করেন তিনি। পরে সেই গাছ বিভিন্ন এলাকায় গিয়ে লাগান। তাঁর এই কাজকে কুর্নিশ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। জকপুরের স্বপন মণ্ডলের বলেন, উনি গাছ ভীষণ ভালোবাসেন। এলাকায় প্রচুর গাছ লাগিয়েছেন। রাস্তার ধারে কোনও গাছ অবহেলিত হয়ে পড়ে থাকতে দেখলে, তিনি গাছটির যত্ন করেন। ওঁর এই কাজ প্রশংসার যোগ্য।  শ্যামল বেরা।-নিজস্ব চিত্র
14d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা