বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

দীঘায় পুরনো জগন্নাথ মন্দিরের প্রণামী বাক্স ভেঙে টাকাপয়সা চুরি, চাঞ্চল্য

সংবাদদাতা, কাঁথি: দীঘায় পুরনো জগন্নাথ মন্দিরে প্রণামীর বাক্স ভেঙে টাকাপয়সা চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। ওল্ড দীঘার পুরনো জগন্নাথ মন্দিরই নির্মীয়মাণ জগন্নাথধামের মাসির বাড়ি হবে বলে ইতিপূর্বে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে সেই মন্দিরে প্রণামী বাক্স চুরির ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। দীঘা থানার ঢিল ছোড়া দূরত্বে এই মন্দির রয়েছে। অথচ সেখানে কী করে চুরির ঘটনা ঘটল, সেটাই প্রশ্ন বাসিন্দাদের। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে এক যুবক মন্দিরের গ্রিলের তালা ভেঙে ভিতরে ঢোকে। তারপর সামনে থাকা প্রণামী বাক্সের তালা ভেঙে নোট ও খুচরো পয়সা মিলিয়ে সহস্রাধিক টাকা নিয়ে পালায়। প্রণামী বাক্স পুরো সাফ করে দিয়ে চলে যায় দুষ্কৃতী। শুক্রবার সকালে মন্দিরে আসা লোকজন চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে সিসিটিভির ফুটেজে চুরির গোটা ছবিটাই উঠে আসে। খবর পেয়ে দীঘা থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করে। 
মন্দির কমিটির সভাপতি সুশীল প্রধান বলেন, প্রণামী বাক্স ভেঙে চুরি হয়েছে। পুরনো জগন্নাথ মন্দির এখন মাসির বাড়ি হিসেবে পরিচিত হচ্ছে। জগন্নাথধামের মতো ঐতিহাসিক নিদর্শনের অংশ হতে চলেছে এই মন্দির। বহু পর্যটক এখন এই মন্দির দর্শনে আসছেন। সেখানে আগামী দিনে এই মন্দিরে বিগ্রহ সহ অন্যান্য সামগ্রী যে চুরি হবে না, তা কেউ জোর দিয়ে বলতে পারে না। 
স্থানীয় বাসিন্দা শক্তিপদ সাহু বলেন, এই পরিস্থিতিতে আমরা পুলিসের কাছে মন্দিরের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছি। এখানে সর্বক্ষণের জন্য অন্তত সিভিক ভলান্টিয়ার মোতায়েন করার উদ্যোগ নেওয়া হোক। দীঘা থানার এক আধিকারিক বলেন, সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি মন্দির চত্বরে নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।-নিজস্ব চিত্র
13d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা