বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

কর্মতীর্থের মধ্যেই চলছে অসামাজিক কাজকর্ম
 

সংবাদদাতা, কাটোয়া: কাটোয়ার সিঙ্গি কর্মতীর্থের মধ্যেই চলছে অসামাজিক কাজ। মার্কেটের দোকান ঘর বিলি হলেও অনেকেই দোকান খোলেন না। আর সেই সুযোগেই সেখানে অসামাজিক কাজ চলছে। সরকারি কর্মতীর্থেই মহিলাকে নিয়ে অশ্লীল কাজের ভিডিও ভাইরাল হয়েছে। এনিয়ে শোরগোল পড়ে গিয়েছে। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, যারা এসব করেছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করা উচিত।
কাটোয়া-২ ব্লকের সিঙ্গি কর্মতীর্থটির ২০২০ সালে উদ্বোধন হয়। রাজ্যের অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ও বস্ত্রদপ্তরের উদ্যোগে প্রায় ৪০ শতক জায়গার উপর কর্মতীর্থ তৈরি করা হয়। এজন্য ৩ কোটি ২৪ লক্ষ টাকা খরচ করা হয়েছে। সেখানে বেকারদের জন্য ৪০টি ঘর রয়েছে। সব ঘরই বিলি করা হয়েছে। কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ঘুরছে। সেখানে দেখা যাচ্ছে, একজন মহিলা ও একজন পুরুষ ‘অশ্লীল’ কাজ করছে। দু’মিনিটের উপর ওই ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। আর তা নিয়েই এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, কর্মতীর্থের মধ্যে অশ্লীল কাজ কেন চলবে? এটা নিয়ে প্রশাসন কেন কোনও ব্যবস্থা নিচ্ছে না। স্থানীয় বাসিন্দা দেবনাথ সাহা বলেন, কর্মতীর্থের মধ্যে জঘন্য কাজ হচ্ছে। আমরা বিষয়টি ব্লক প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি। যাতে কর্মতীর্থের জন্য সিসি ক্যামেরা ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, সিঙ্গি কর্মতীর্থতের ৪০টি দোকান ঘরই বিলি করা হয়েছে। তারমধ্যে ১০টি দোকান প্রতিদিন খোলা হয়। বাকি দোকান ঘর কেউই খোলে না। এলাকার অনেকেই এখানে ব্যবসা করতে চান। যাঁরা দোকান ঘর খোলেন না, তাঁদের কাছ থেকে চাবি নিয়ে নতুনদের দেওয়া হোক। তাতে অন্তত এরকম অসামাজিক কাজের হাত থেকে বাঁচবে। দোতলার অধিকাংশ ঘর খোলা হয় না। নোংরা আবর্জনায় ভর্তি হয়ে রয়েছে। কোটি কোটি টাকায় তৈরি রাজ্য সরকারের কর্মতীর্থের মধ্যেই কারা এমন কাজের সঙ্গে লিপ্ত হয়েছে, তা দেখা উচিত। অনেকেই বলছেন, দোতলার ২২ নম্বর ঘরে এই অসামাজিক কাজটি হয়েছে। ওই ঘরটি কাটোয়া-২ পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ কোরবান মির্দ্যার। তিনি বলেন, ২২ নম্বর ঘরটি আমার হলেও ওই অসামাজিক কাজ আমার ঘরে হয়নি। আমার নামে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। আমি বিডিওকে জানিয়েছি কর্মতীর্থে সিসি ক্যামেরা লাগানো হোক।স্থানীয় বাসিন্দা ক্ষুদিরাম দত্ত বলেন, কর্মতীর্থের মধ্যেই ওই ঘটনা ঘটেছে। আমরা বিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছি। -নিজস্ব চিত্র
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা