বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

জগন্নাথ মন্দিরের অগ্রগতি দেখতে কাল দীঘায় মমতা, পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনে প্রস্তুতি তুঙ্গে

সংবাদদাতা, কাঁথি: আগামী কাল, ১০ডিসেম্বর মঙ্গলবার দীঘা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নির্মীয়মাণ জগন্নাথধামের কাজকর্মের অগ্রগতি দেখবেন।  মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে। পুরীর মন্দিরের সমান উচ্চতায় দীঘা জগন্নাথধামের চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে জোরকদমে। ইতিমধ্যেই আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে গেট, মূল মন্দির সহ সবক’টি মন্দির। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষ্যে দীঘা সেজে উঠছে। তবে জগন্নাথধামই এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু। মন্দির ঘিরে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের উন্মাদনা বাড়ছে। প্রতিদিনই বহু মানুষ দূর থেকে জগন্নাথধাম দেখতে আসছেন। 
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কাল কপ্টারে দীঘা আসবেন মুখ্যমন্ত্রী। বুধবার জগন্নাথ মন্দিরের নির্মাণকাজ পরিদর্শন সহ প্রকল্পের অগ্রগতি নিয়ে কাজের দায়িত্বপ্রাপ্ত সংস্থা ‘হিডকো’র আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ১২ডিসেম্বর কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। 
জগন্নাথধামের মূল প্রবেশদ্বার নির্মাণের কাজ শেষ হয়েছে। বর্তমানে মূল মন্দিরের উপর লোহার খাঁচা বেঁধে কাজ চলছে। মূল মন্দির ছাড়াও পাঁচটি মন্দির তৈরির কাজও শেষের দিকে। সম্প্রতি সবক’টি মন্দিরের মাথায় চূড়া বসানো হয়েছে। চলছে ভোগঘর নির্মাণের কাজও। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি আগেই এসে গিয়েছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিকে জগন্নাথধাম থেকে মাসির বাড়ি(দীঘার আদি জগন্নাথ মন্দির) পর্যন্ত রাস্তা চওড়া করেছে পূর্তদপ্তর। রাস্তার দু’দিকে গাছ বাঁচিয়ে কংক্রিটের উপর পেভার ব্লক দিয়ে ফুটপাত তৈরি হয়েছে। মাসির বাড়ির প্রবেশপথে ‘চৈতন্যদ্বার’ গেট তৈরির কাজ চলছে। জগন্নাথধামের সামনে সৌন্দর্যায়নের কাজ চলছে। সেখানে জলাভূমি সংস্কার করে পাড় বাঁধিয়ে দেওয়া হয়েছে। রয়েছে বসার আসন, আলোর পরিকাঠামো। ২০১৮সালে দীঘায় জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। নিউ দীঘার ভগীব্রহ্মপুর মৌজায় ২৫একর জায়গার উপর মন্দির নির্মাণের কাজ চলছে। এজন্য ২০০কোটির কাছাকাছি টাকা খরচ করছে রাজ্য। 
এদিকে মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষ্যে দীঘা সাজানোর কাজ চলছে। ওল্ড দীঘার বিশ্ববাংলা পার্ক সহ অন্যান্য পার্ক সংস্কার করা হয়েছে। সমুদ্রের ধারে কংক্রিটের বাঁধানো বসার জায়গা ঘসে-মেজে পরিষ্কার করা চলছে। শনিবার মাইকে প্রচার করে বলা হয়েছে, সমুদ্রসৈকত হকারমুক্ত করতে হবে। পর্যটকদের পাশাপাশি স্থানীয় দোকানদারদের সতর্ক করে বলা হয়েছে,  কোথাও আবর্জনা ফেলা যাবে না। মুখ্যমন্ত্রীর সফর সামনে রেখে বিভিন্ন কাজ এবং ফিল্ড ভিজিটের জন্য শনি ও রবিবার ছুটির দিনও দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার(ডিএসডিএ) অফিস খোলা ছিল। কর্মীদের ছুটি বাতিল করা হয়। দীঘা সহ উপকূল এলাকার সবক’টি পর্যটন কেন্দ্রের উন্নয়ন সহ অন্যান্য খুঁটিনাটি বিষয় নিয়ে রিপোর্ট তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী রিভিউ মিটিং করতে পারেন ধরে নিয়ে প্রশাসনিক প্রস্তুতি চলছে। 
উন্নয়ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অপূর্বকুমার বিশ্বাস বলেন, সমুদ্রসৈকত পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। অন্যান্য প্রস্তুতিও চলছে। কাঁথির মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য বলেন, সফরসূচি সম্পর্কে এখনও চূড়ান্ত তালিকা পাইনি। মুখ্যমন্ত্রী আসবেন ধরে নিয়েই সমস্ত প্রস্তুতি চলছে। এর আগে শুক্রবার মুখ্যমন্ত্রীর দীঘা সফরের সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখেছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজী, পুলিস সুপার সৌম্যদীপ ভট্টাচার্য সহ প্রশাসনিক আধিকারিকরা।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা