বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

মুর্শিদাবাদের আরও দুই অঞ্চল থেকে জিরো পয়েন্টে সরে গেল বিএসএফ

সংবাদদাতা, ডোমকল: অশান্ত বাংলাদেশ। অশান্তির আঁচ পড়ার আশঙ্কা রয়েছে এপারেও। সেই আশঙ্কায় সজাগ বিএসএফ। রাজ্যের অন্যান্য সীমান্তের পাশপাশি মুর্শিদাবাদ সীমান্তের ফেন্সিংহীন অংশের দিকে বাড়তি নজর বিএসএফের। সীমান্তে সুরক্ষা আরও মজবুত করতে একেবারে জিরো পয়েন্টে সরল বিএসএফ। জলঙ্গি ও কাহারপাড়ার পর এবারে রাজানগর, কাকমারীর এলাকাগুলি থেকে জিরো পয়েন্টে সরে গেল বিএসএফ। এতে একাধারে যেমন সুরক্ষা আরও বাড়ল, তেমনই সীমান্তের অরক্ষিত জমিতে বাংলাদেশিদের দাপাদাপিতেও দাড়ি টানা গেল বলে দাবি বিএসএফের।
শুক্রবার দুপুরে রানিনগরের রাজানগরে বিএসএফের একটি অনুষ্ঠান হয়। যার পোশাকি না, ‘বিএসএফ এবং কৃষক সহযোগিতা উৎসব’। ওই অনুষ্ঠানে বিএসএফের বহরমপুর রেঞ্জের ডিআইজি অনিলকুমার সিনহা, এসডিও ডোমকল শুভঙ্কর বালা, এসডিপিও ডোমকল শুভম বাজাজ সহ বিএসএফ, পুলিস প্রশাসনিক আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন ওই এলাকা দিয়ে সীমান্তের কৃষিজমিতে চাষ করতে যাওয়া কৃষকরা। তাঁরা তাঁদের সমস্যার কথা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিএসএফের আধিকারিকদের সামনে তুলে ধরেন। এছাড়াও তাঁদের তরফে চক্ষু পরীক্ষার শিবির রাখা হয়। এরপরে সেই অনুষ্ঠান থেকেই বিএসএফের আধিকারিকরা জানিয়ে দেন, এবার থেকে সীমান্তের কয়েক কিলোমিটার ভেতরে নয়, একবারে জিরো পয়েন্টে সরে যাবে বিএসএফ। স্বস্তির নিঃশ্বাস ফেলেন কৃষকরা।
তবে তড়িঘড়ি সীমান্তে বিএসএফের এই সক্রিয়তার পেছনে অন্য কারণ দেখছে বাসিন্দাদের একাংশ। তাঁদের দাবি, বরাবরই ওপার বাংলায় কোনও রকম অস্থিরতা তৈরি হলে অত্যাচারিত মানুষজন যেমন এপারের আত্মীয়দের কাছে আশ্রয় চান, তেমনই রাতের অন্ধকারে ওপারের দুষ্কৃতীদের হামলার আশঙ্কাও থাকে। সম্প্রতি সেদেশে অশান্তির বিভিন্ন ঘটনা সামনে আসছে । ফেন্সিংহীন সীমান্তে দিয়ে এদেশে তাদের আনাগোনা বাড়ার আশঙ্কা রয়েছে। তাই সুরক্ষা বাড়াতে বিএসএফের তরফে জিরো পয়েন্টে জওয়ানদের সংখ্যা বাড়ানো হচ্ছে।
তবে কারণ যাই হোক, জিরো পয়েন্টে বিএসএফের সরে যাওয়ায় খুশি সীমান্তের কৃষকরা। শ্রীরাম মণ্ডল নামের এক কৃষক বলেন, প্রতিদিন পরিচয়পত্র জমা দিয়ে ওপারে যেতে আমাদের কালঘাম ছুটে যেত। আবার বিএসএফ জিরো পয়েন্ট ছেড়ে অনেকটা ভেতরে ডিউটি করায় বাংলাদেশিরা আমাদের ফসল নষ্ট করে দিত। এবার সেই সমস্যা মিটবে বলে আশা করছি। যদিও বিএসএফের বহরমপুর রেঞ্জের ডিআইজি অনিলকুমার সিনহা বলেন, আগে থেকেই জিরো পয়েন্টে সরে যাওয়ার পরিকল্পনা ছিল আমাদের। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা