বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

ইভটিজিং রুখতে সাদা পোশাকে টহলদারি মহিলা পুলিস দলের

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ইভটিজিং রুখতে ঝাড়গ্রাম শহরে সাদা পোশাকে সাইকেলে ঘুরছে গ্রিন পুলিস। মহিলাদের উত্যক্ত করলেই রোমিওদের কানধরে ওঠবোস করানো হচ্ছে।থানায়ডেকে পাঠানো হচ্ছেবাবা-মাকে।গ্রিন পুলিসের সদস্যরা কখনও কলেজ ছাত্রী বাকর্মরত মহিলা, কখনও আবার সাধারণ গৃহবধূর বেশে ঘুরছেন। এতে হাতেনাতে ধরা পড়ছে রোমিওরা। তাদের কানধরে ওঠবোস করানোর পাশাপাশিদেওয়া হচ্ছেমহিলাদের সম্মান দেওয়ার পাঠও। অনেকসময়েতাদের বাবা-মাকেও থানায় ডেকে পাঠানো হচ্ছে। 
ঝাড়গ্রামে মহিলাদের নিরাপত্তায় পিঙ্ক মোবাইল,উইনার্স টিমের সদস্যরা কাজ করছেন। চব্বিশঘণ্টা নজরদারি চলছে। এবার নতুন সংযোজন গ্রিন পুলিস। শহরের স্কুল, কলেজ,শপিংমল, ভিড়ে ঠাসা বাজার এলাকায় গ্রিন পুলিসের মহিলা সদস্যরা টহল দিচ্ছেন। টিমের দশজন সদস্য আলাদাভাবে ঘুরছেন। পুরো টিমকেপরিচালনা করছেনথানার এক অফিসার।কেউ হাতেনাতে ধরা পড়লেই পুলিসের গাড়ি ঘটনাস্থলে ছুটে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই অবশ্য সাবধান করে ছেড়ে দেওয়া হচ্ছে। হুজ্জুতি করা রোমিওদের অবশ্য কানধরে ওঠবোস করানো হচ্ছে। জেলার গ্রিন পুলিসটিমের এক মহিলা অফিসার বলেন,সকাল দশটার সময়ে স্কুল ও কলেজ সংলগ্ন এলাকায় নজরদারি চালনো হয়। টিমের সদস্যরা সাদা পোশাকে সাইকেলে করে ঘুরে বেড়ান। সন্ধের দিকে শপিংমল, বাজার এলাকায় টহলদারি চলে। সেখানে অবশ্য টিমের সদস্যরা স্মার্ট পোশাকে ঘোরাফেরা করেন। অভিযানের সময় টিমেরপ্রত্যেক  সদস্য আলাদা আলাদা থাকেন। যাতে সন্দেহ না হয়। একজন অফিসার সকলসদস্যের সঙ্গে ফোনে যোগাযোগ রেখে চলেন। ইভ টিজিংয়ের কোনও ঘটনা ঘটলেই কোঅর্ডিনেটর অফিসারকে জানানো হয়। পুলিসের গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা