দক্ষিণবঙ্গ

আবাসের তালিকা থেকে নাম বাদ পড়তেই গলসি-২ ব্লক প্রশাসনের দ্বারস্থ বাসিন্দারা

সংবাদদাতা, মানকর: আবাসের তালিকা থেকে নাম বাতিল হতেই শুক্রবার পূর্ব বর্ধমানের গলসি-২ ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেন বিভিন্ন গ্রামের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, কেউ খড়ের চালের মাটির বাড়িতে বাস করেন। আবার কেউ বাস করেন বিপজ্জনক বাড়িতে। কাগজপত্র জমা দিয়েও তালিকায় নাম আসেনি। এনিয়ে তাঁরা ব্লক অফিসে লিখিত অভিযোগ করেন। গলসি-২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হেমন্ত পাল বলেন, ত্রিস্তরীয় সমীক্ষার পরে তালিকা প্রকাশ পেয়েছে। সাতদিন সময় রয়েছে। যদি কোনও ব্যক্তির নাম বাদ গিয়ে থাকে তাঁরা আবেদন করলে গ্রামসভার মাধ্যমে যে তালিকা তৈরি হবে, সেখানে তাঁদের নাম অন্তর্ভুক্ত হবে। আবেদন জমা নেওয়া হচ্ছে।
ব্লকের হিট্টা, কুরকুবা সহ একাধিক গ্রাম থেকে বহু মানুষ শুক্রবার ব্লক অফিসে আসে। ব্লক প্রশাসনের কাছে তারা লিখিত অভিযোগ জমা দেয়। আবেদনকারী নবকুমার মণ্ডল বলেন, আমার বাড়ির অবস্থা বেহাল। বৃষ্টি পড়লে ঘরের এক কোণে আশ্রয় নিতে হয়। ঘরের ভিতরে প্লাস্টিকের ছাউনি দিয়ে বাস করছি। বেলগ্রামের বাসিন্দা বন্দনা মালিক বলেন, ছিটেবেড়ার ঘর ছিল। তা এখন পড়ে গিয়েছে। কোনওরকমে ত্রিপলের ছাউনি দিয়ে আছি। আমার সঙ্গে ১৪ বছরের ছেলে ওই ভাবেই থাকে। আগের তালিকায় আমার নাম ছিল। কিন্তু এখন কেন নাম কাটা গেল, তা বুঝতে পারছি না। প্রশাসনের কাছে আবেদনপত্র জমা দিলাম। হিট্টা গ্রামের বাসিন্দা মঙ্গলদীপ সামন্ত বলেন, আমার বাবার নাম আবাস যোজনা প্রকল্পে ছিল। কিন্তু, এখন যে তালিকা প্রকাশ পেয়েছে তাতে নাম নেই। আমাদের মাটির বাড়ি ভেঙে গিয়েছে। বর্তমানে আমরা জেঠুর বাড়িতে বসবাস করছি। পুনরায় সমীক্ষা করা হোক। 
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে আকস্মিক জটিলতা সৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে জটিলতা মুক্তি ও কর্মে উন্নতি। ভ্রমণ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা