দক্ষিণবঙ্গ

শেয়ারবাজারে বিনিয়োগের টোপ দিয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

সংবাদদাতা, বর্ধমান: অ্যাপের মাধ্যমে বিনিয়োগের টোপ দিয়ে প্রায় ৩৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় এক প্রতারককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম মণীশ দোহারি ওরফে সুরজ। উত্তরপ্রদেশের অজিতমল থানার রত্নিপুরে তার বাড়ি। শুক্রবার ভোরে বর্ধমান শহরের নবাবহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রতারণায় তার সঙ্গে আরও কয়েকজন জড়িত বলে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিস। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতকে ১০দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতের সাত দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন সিজেএম। পুলিস জানিয়েছে, গত ২৭ জুন বর্ধমান শহরের ভাতছালা এলাকার বাসিন্দা দিব্যেন্দু চৌধুরীর হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। একটি সংস্থার কাস্টমার কেয়ার অফিসার বলে পরিচয় দিয়ে তাঁকে মোটা টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগ করার জন্য টোপ দেওয়া হয়। এরপর তাঁকে একটি লিঙ্ক পাঠানো হয়। সেটি ডাউনলোড করার জন্য তাঁকে বলা হয়। অ্যাপ্লিকেশনটি তিনি মোবাইলে ডাউনলোড করেন। পরে তাঁকে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভোট দিতে বলা হয়। এরপর তাঁকে অ্যাপের মাধ্যমে বিনিয়োগ করতে বলা হয়। তিনি কয়েক দফায় ৩৩ লক্ষ ৮০ হাজার ৯৫ টাকা বিনিয়োগ করেন।  
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে আকস্মিক জটিলতা সৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে জটিলতা মুক্তি ও কর্মে উন্নতি। ভ্রমণ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা