দক্ষিণবঙ্গ

রঘুনাথপুরে সরকারি চাকরির নামে সাইবার প্রতারকদের নয়া ছক, সতর্ক করল প্রশাসন

সংবাদদাতা, রঘুনাথপুর: রঘুনাথপুর ২ নম্বর ব্লকের এক শ্রেণির প্রতারক ফোনের মাধ্যমে নতুন প্রতারণার জাল বিছোচ্ছে বলে অভিযোগ এসেছে। বিভিন্ন দপ্তরে সরকারি কাজ দেওয়ার নাম করে বিএলও, মহিলা পরিচালিত সঙ্ঘের কো-অর্ডিনেটর, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের অজানা নম্বর থেকে ফোন করা হচ্ছে। ফোন করে সদস্যদের যাবতীয় তথ্য নিয়ে একটি আবেদনপত্র পূরণ করার জন্য জানানো হচ্ছে। সমস্ত কাজ ব্লক প্রশাসনের নাম নিয়ে করা হচ্ছে বলে অভিযোগ এসেছে। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিষয়টি জানার পরেই ব্লক প্রশাসন এলাকার বাসিন্দাদের সচেতন করেছেন। বাসিন্দাদের জানানো হয়েছে, ব্লক প্রশাসনের নাম করে অজানা কোনও নম্বর থেকে কেউ ফোন করে তথ্য চাইলে যাতে কেউ কোনও তথ্য না দেন। প্রয়োজনে সরাসরি ব্লকে এসে যোগাযোগ করার জন্য জানানো হয়েছে।
রঘুনাথপুর ২ নম্বর ব্লকের বাসিন্দা নিমাই বাউরি বলেন, বর্তমানে সাইবার প্রতারকরা নানান কৌশলে মানুষ সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। তারপর প্রলোভন দেখিয়ে ফোনে ওটিপি পাঠিয়ে ব্যাঙ্কের অ্যাকাউন্ট সাফ করে দিচ্ছে। তাই বর্তমানে কাউকে কোন তথ্য দেওয়ার আগে অবশ্যই আমাদের ভেবে দেখা প্রয়োজন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে সাইবার প্রতারকরা রঘুনাথপুর ২ নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে কাজ করা মহিলাদের টার্গেট করছে। তাঁদের স্থায়ী চাকরি দেওয়ার নাম করে অজানা নম্বর থেকে ফোন করা হচ্ছে। তাঁদের জানানো হচ্ছে, ব্লক প্রশাসনের থেকে বিভিন্ন দপ্তরে সরকারি কাজ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তার একটি আবেদনপত্র আবেদনকারীকে পূরণ করতে হবে। সেই মতো আবেদনপত্র ফোনে পাঠানো হচ্ছে। সেই আবেদন পত্রটি পূরণ করে আধার, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর, প্যানকার্ডের মতো প্রয়োজনীয় তথ্য চাওয়া হচ্ছে। কারণ প্রতারকরা জানে অস্থায়ী ক্ষেত্রে কাজ করা মহিলাদের অ্যাকাউন্টে টাকা থাকবে। পাশাপাশি মহিলাদের সহজে বিশ্বাস অর্জন করা যায় এবং তাঁরা প্রলোভনে পা দেন। তাই সাইবার প্রতারকরা মহিলাদের টার্গেট করে ফোন করছে।
রঘুনাথপুর ২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও শুভদীপ বৈদ্য বলেন, ব্লক প্রশাসনের নাম করে অজানা নম্বর থেকে বিভিন্ন বিএলও, সঙ্ঘের কো-অর্ডিনেটর, এসএইচজি গ্রুপের সদস্যদের ফোন করা হচ্ছে। তাঁদের কাছে পার্সোনাল ডিটেলস নেওয়া হচ্ছে। মানুষের বিশ্বাস অর্জনের জন্য সমস্ত কাজটি ব্লক প্রশাসনের নাম করে কেউ বা কারা করছে। আমরা মনে করছি, এটা এক ধরনের সাইবার প্রতারণার চক্র। তাই সকলকে সচেতন করা হয়েছে। কোন অজানা নম্বর থেকে ফোন পেলে যেন কোনও তথ্য না দেন। প্রয়োজনে সরাসরি ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আলোচনার মাধ্যমে ব্যক্তিগত তথ্য দেন। বিষয়টি নিয়ে পুলিসকে জানানো হয়েছে। এর আগে এরকম ঘটনা অন্য কয়েকটি ব্লকেও হয়েছে বলে জানতে পেরেছি।
রঘুনাথপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গৌরাঙ্গ বাউরি বলেন, বিষয়টি জানার পরেই আমাদের তরফ থেকে ব্লকের বাসিন্দাদের সচেতন করা হয়েছে।
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে আকস্মিক জটিলতা সৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে জটিলতা মুক্তি ও কর্মে উন্নতি। ভ্রমণ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা