দক্ষিণবঙ্গ

কাটোয়ার শ্রীখণ্ডে মেলার জন্য দুপুরে ছুটি দেওয়ায় ক্ষুব্ধ সংসদ চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান ও সংবাদদাতা, কাটোয়া: কাটোয়ার শ্রীখণ্ডে নরহরি মেলার জন্য স্কুল বন্ধ রাখার ব্যাপারে রিপোর্ট তলব করা হবে। প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য বলেন, এভাবে স্কুল ও মিড ডে মিল বন্ধ রাখা যায় না। কেন এরকম হয়েছে, তা জানার জন্য রিপোর্ট চাইব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার অগ্রগতির জন্য বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছেন। কিছু শিক্ষক নিজেদের খেয়াল খুশিমতো স্কুল চালাবেন তা হতে পারে না। প্রসঙ্গত, নরহরি মেলার জন্য মঙ্গল ও বুধবার শ্রীখণ্ড অঞ্চলের বেশকিছু প্রাথমিক স্কুল দুপুরের ছুটি দেওয়া হয়। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হওয়ায় কাটোয়া পশ্চিম চক্রের স্কুল পরিদর্শক ফ্যান্সি মুখোপাধ্যায় বুধবার দুপুরে স্কুলে যান। তিনি গিয়ে দেখেন, স্কুল বন্ধ। ক্ষুব্ধ স্কুল পরিদর্শক শিক্ষকদের ডেকে পাঠান। বৃহস্পতিবার বিকেলে শিক্ষকরা স্কুল পরিদর্শকের অফিসে যান। সেই খবর সংগ্রহ করতে গেলে কয়েকজন শিক্ষক ‘বর্তমান’এর সাংবাদিক অনিমেষ মণ্ডলকে হেনস্তা করেন। 
পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার বলেন, শিক্ষকরা নিজেদের ইচ্ছামতো স্কুল বন্ধ রাখতে পারেন না। এব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এক আধিকারিক বলেন, উচ্চ বিদ্যালয়গুলি স্থানীয় কোনও উৎসবে ছুটি দিতে পারে। কিন্তু প্রাথমিক বিদ্যালয় ইচ্ছে করলেই ছুটি দিতে পারে না। শিক্ষক-শিক্ষিকাদের পড়ুয়াদের ভবিষ্যতের কথা চিন্তা করা উচিত। সদ্য পুজোর ছুটি শেষ হয়েছে। তারপর স্থানীয় উৎসবেও এভাবে ছুটি দেওয়া হলে পড়াশোনা হবে কীভাবে? এনিয়ে বিতর্ক চরমে উঠেছে। শ্রীখণ্ড গ্রামে প্রতি বছর নরহরি মেলা ও উৎসবে মেতে ওঠেন বাসিন্দারা। আগাম ঘোষণা ছাড়াই মেলার জন্য দু’দিন দুপুরের পর শ্রীখণ্ড গ্রামের কয়েকটি স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়। কিছু শিক্ষকের অনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে খবর করতে গেলে কাটোয়ার শ্রীখণ্ড দেবকুণ্ডু অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভ্রসূচি সাহার নেতৃত্বে কয়েকজন শিক্ষক রে রে করে তেড়ে আসেন। সাংবাদিকের গায়ে হাত দেন। তাঁরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্য বলে দাবি করে সাংবাদিককে হুমকি দেন। সাংবাদিকের মোবাইল কেড়ে ভেঙে ফেলা হয়। কয়েকজন শিক্ষক সেই দৃশ্য ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। যদিও দেবকুণ্ডু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভ্রসূচি সাহা বলেন, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমাদের স্কুল বন্ধ ছিল না।
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে আকস্মিক জটিলতা সৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে জটিলতা মুক্তি ও কর্মে উন্নতি। ভ্রমণ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা