দক্ষিণবঙ্গ

আদালতে পুলিসের হাতে কামড়ে পালাল অভিযুক্ত, পরে পাকড়াও

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: পুলিসের হাতে কামড় দিয়ে পালাল অভিযুক্ত। শুক্রবার দুপুরে কৃষ্ণনগর জেলা আদালতে এঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায়। যদিও শেষ পর্যন্ত পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে জেল হেফাজতে নিয়ে যায়।
আদালত সূত্রে খবর, অভিযুক্তের নাম মানিক শীল ওরফে রাজা। তার বিরুদ্ধে জেলা আদালতে একাধিক মামলা রয়েছে। একটি মামলায় আদালতের তরফে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেইমতো কোতোয়ালি থানার পুলিস এদিন সকালে তাকে আদালতে নিয়ে আসে। কিন্তু এদিন কোনও উকিল আদালতে মানিক শীলের পক্ষে দাঁড়াতে চাননি। ফলে আদালতে রাজার হয়ে জামিনের আবেদন জমা পড়েনি। সেজন্য তাকে ফের জেল হেফাজতে পাঠানো হয়। সেইমতো পুলিস তাকে আদালত থেকে বের করে প্রিজন ভ্যানে তুলছিল। ঠিক সেই সময় রাজা পুলিসের হাতে কামড় দিয়ে চম্পট দেয়। তৎক্ষণাৎ পুলিস তাকে ধাওয়া করতে শুরু করে। তারপর আদালত চত্বরের বাইরে একটি গলি থেকে পুলিস তাকে পাকড়াও করে।
এবিষয়ে কৃষ্ণনগর পুলিস জেলার এক আধিকারিক বলেন, রাজা শীলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০১৫ সাল থেকে আদালতে তার বিরুদ্ধে বহু মামলা হয়েছিল। আদালতের তরফে পরোয়ানা জারি করা হয়েছিল। কিন্তু সে আদালত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। শেষ পর্যন্ত পুলিসি তৎপরতায় অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে।
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে আকস্মিক জটিলতা সৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে জটিলতা মুক্তি ও কর্মে উন্নতি। ভ্রমণ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা