দক্ষিণবঙ্গ

কুড়ুলের কোপ মারায় ছেলে পঙ্গু, বাবার ৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: নেশাগ্রস্ত অবস্থায় ছেলেকে কুড়ুল দিয়ে কুপিয়ে পঙ্গু করে দিয়েছিল বাবা। তিনবছর পর ঝাড়গ্রাম জেলা আদালতে বিচার পেলেন ছেলে বিশ্বজিৎ দেউরী। তাঁর বাবা ঝাড়েশ্বর দেউরীর পাঁচবছর সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে আদালত।
ঝাড়গ্রাম জেলার জঙ্গলকুরচি গ্রামে তিন বছর আগে এঘটনা ঘটে। সেদিন বিশ্বজিৎ দুপুরে বিছানায় ঘুমিয়ে ছিলেন। সেসময় তাঁর বাবা ঘরে ঢুকে তাঁর গলা, মাথা ও হাতে কুড়াল দিয়ে কোপ মারে। পড়শিরা বিশ্বজিৎকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভাঙাঘর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ঝাড়গ্রাম জেলা হাসপাতাল ভর্তি করা হয়। ঝাড়েশ্বরের মেয়ে সীমা প্রধান ঘটনার পাঁচদিন পর সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ জানান। পুলিস মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তার করে। দু’মাসের মধ্যে আদালতে চার্জশিট জমা দেয় পুলিস। ঝাড়গ্রাম জেলা ও দায়রা বিচারক কল্লোল চট্টোপাধ্যায়ের এজলাসে অভিযুক্তের স্ত্রী, কন্যা, প্রতিবেশী সহ ১৮জন সাক্ষ্য দেন। বৃহস্পতিবার বিচারক ঝাড়েশ্বর দেউরিকে দোষী সাব্যস্ত করেন। শুক্রবার সাজা ঘোষণা হয়।
জেলা আদালতের সরকারি আইনজীবী সত্যজিৎ সিনহা বলেন, বিচারক ঝাড়েশ্বর দেউরিকে পাঁচবছর সশ্রম কারাদণ্ড ও তিনহাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও তিনমাস কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে আকস্মিক জটিলতা সৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে জটিলতা মুক্তি ও কর্মে উন্নতি। ভ্রমণ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা