দক্ষিণবঙ্গ

সমুদ্রে দুর্ঘটনাগ্রস্ত পর্যটকদের উদ্ধারে স্পিডবোট, হল মহড়া

সংবাদদাতা, কাঁথি: দীঘা ও মন্দারমণির সমুদ্রে স্নানে নেমে দুর্ঘটনা এড়াতে কিছুদিন আগে জেলা প্রশাসনের উদ্যোগে সাতটি স্পিডবোট এসেছে। দুর্ঘটনায় পড়া পর্যটকদের কীভাবে ওই বোটের সাহায্যে উদ্ধার করা যায়, দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার উদ্যোগে গত কয়েকদিন ধরে তারই হাতেকলমে মহড়া হয়ে গেল। সেই মহড়ায় দীঘা থানা ও দীঘা কোস্টাল থানার নুলিয়া ও সিভিল ডিফেন্সের কর্মীরা অংশ নেন। অনুরূপভাবে মন্দারমণির সমুদ্রেও মহড়ার আয়োজন করা হয়। মোট ১০০ জন মহড়ায় অংশ নেন। মহড়া শেষে শুক্রবার দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার (ডিএসডিএ) অফিসে তাঁদের নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন আধিকারিকরা। ছিলেন কাঁথির মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য, উন্নয়ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অপূর্বকুমার বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা। মহড়া সম্পর্কে নুলিয়া ও সিভিল ডিফেন্স কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন আধিকারিকরা। খুব শীঘ্রই তাঁরা সমুদ্রে নামবেন এবং নিয়মিত নজরদারি শুরু করবেন বলে উন্নয়ন সংস্থার তরফে জানানো হয়েছে। জেলাশাসকের দপ্তর থেকে সম্প্রতি উপকূল এলাকার পর্যটন কেন্দ্রগুলির জন্য সাতটি স্পিডবোট দেওয়া হয়েছে। এর মধ্যে দীঘায় চারটি এবং মন্দারমণিতে থাকবে তিনটি। বোটগুলি সংশ্লিষ্ট থানার অধীনে থাকবে বলে জানা গিয়েছে। পর্যটকরা যতক্ষণ জলে থাকবেন, ততক্ষণ এইসব বোটে নজরদারি চালাবেন সিভিল ডিফেন্সের কর্মীরা। সমুদ্রস্নানে নেমে পর্যটকদের একটি অংশ বেপরোয়া হয়ে ওঠেন। এর ফলে প্রাণহানি পর্যন্ত ঘটে। নুলিয়াদের তৎপরতায় অনেকে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। 
তবে জলে নেমে তো সর্বক্ষণ পর্যটকদের উপর নজরদারি করা সম্ভব নয়। তাই স্পিডবোটের ব্যবস্থা করা হয়েছে। এতে দুর্ঘটনা এবং প্রাণহানির সম্ভাবনা অনেকটাই কমবে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা। সামনেই ডিসেম্বর মাস। স্কুলস্তরে পরীক্ষা মিটে যাওয়ার পর পর্যটকদের ভিড় বাড়তে শুরু করবে। এছাড়া বড়দিন, ইংরেজি বর্ষবিদায় ও বর্ষবরণ, পৌষ পার্বণ, ইত্যাদি একের পর এক উৎসব রয়েছে। ওই সময়টা লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটবে দীঘা, মন্দারমণি সহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিতে। পর্যটন মরশুমের দিকে লক্ষ্য রেখেই পর্যটকদের নিরাপত্তার উপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উন্নয়ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অপূর্বকুমার বিশ্বাস। তিনি বলেন, এর আগে তাঁদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হলেও স্পিডবোট নিয়ে প্রশিক্ষণ হয়নি। স্পিডবোট কীভাবে চালাতে হবে এবং উদ্ধারকাজ কীভাবে হবে, তারই হাতেকলমে মহড়া হয় এদিন।-নিজস্ব চিত্র 
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে আকস্মিক জটিলতা সৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে জটিলতা মুক্তি ও কর্মে উন্নতি। ভ্রমণ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা