দক্ষিণবঙ্গ

কালীপুজোর ভাসানে বচসার জেরে মারধর, এক সপ্তাহ বাদে মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: কালীপুজোর ভাসানে একদল যুবকের সঙ্গে বচসার জেরে বাইক আরোহীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। বেধড়ক মারধরে আশঙ্কাজনকভাবে জখম ওই যুবক প্রায় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে শনিবার রাতে মারা যান। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয় থানায়। তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিস। তবে আরও একাধিক অভিযুক্ত এখনও অধরা। 
৩ নভেম্বর ঘটনাটি ঘটে শান্তিপুর থানার বেরপাড়া চৌরাস্তা মোড় এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওইদিন রাতে একাধিক কালী প্রতিমার বিসর্জনের শোভাযাত্রা চলছিল। শোভাযাত্রা দেখতে গিয়েছিলেন শান্তিপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের যশোদানন্দন প্রামানিক স্ট্রিটের বাসিন্দা সুমন দাস (২৯)। রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ সুমন বাইকে বাড়ি ফেরার জন্য রওনা দেন। সেই সময়ে রাস্তায় বেশ ভিড় ছিল। একটি শোভাযাত্রার পাশ দিয়ে যাওয়ার সময়ে সুমনের বাইকের হ্যান্ডেলে লেগে যায় একজনের হাত। এতেই ঝামেলার সূত্রপাত। অভিযোগ, হঠাৎই শোভাযাত্রার ভিড় থেকে চার-পাঁচজন যুবক ঝাঁপিয়ে পড়ে সুমনের উপর। বাইক থেকে প্রথমে তাঁকে টেনে রাস্তায় ফেলা হয়। তারপর ইট, বাঁশ সহ একাধিক জিনিস দিয়ে বেধড়ক মারা হয়। এরপর রক্তাক্ত অবস্থায় সুমনকে রাস্তায় ফেলে চলে যায় অভিযুক্তরা। ছুটে আসেন আশেপাশের লোকজন। তড়িঘড়ি সুমনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শান্তিপুর হাসপাতালে। কিন্তু সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রেফার করা হয় শক্তিনগর হাসপাতালে। কিন্তু ক্রমেই অবস্থার অবনতি হতে থাকে সুমনের। এরপরে প্রথমে কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ এবং পরবর্তীতে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। কিন্তু তাতেও অবস্থার কোনও উন্নতি হয়নি সুমনের। শেষ পর্যন্ত মহেশতলার একটি বেসরকারি হাসপাতালে পুনরায় স্থানান্তরিত করা হয় তাঁকে। সেখানে শনিবার রাতে মৃত্যু হয় তাঁর। 
এদিকে, মারধরের পরেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছিল। যদিও শনিবার সুমনের মৃত্যুর পর তা খুনের মামলায় পরিবর্তিত হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, সোনাই সাহা, সাগর দাস, রাকেশ শেখ এবং চাঁদু শেখ নামে চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, মৃত যুবকের সঙ্গে পুরনো শত্রুতা ছিল অভিযুক্তদের। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই পুলিস তিনজনকে গ্রেপ্তার করেছে। বাকি অভিযুক্ত এখনও অধরা। তার খোঁজে তল্লাশি চলছে। সুমনের প্রতিবেশীদের দাবি, তাঁর বিরুদ্ধে কোনওদিন কোনও অভিযোগ ওঠেনি। এলাকার কারও সঙ্গেই তাঁর ঝামেলা ছিল না। কর্মসূত্রের তিনি গোয়ায় থাকতেন। সেখানে একটি নামী হোটেলে শেফের কাজ করতেন। তাঁর বাড়িতে ভাই এবং বাবা-মা রয়েছেন। পরিবারের মূল রোজগেরে ছিলেন সুমন। ফলে তাঁর মৃত্যুতে পথে বসার জোগাড় পরিবারের।
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা