দক্ষিণবঙ্গ

জগদ্ধাত্রীর গ্রাম কা-গ্রামে দর্শনার্থীর ঢল, একই গ্রামে পুজো হয় ২৮টি

সংবাদদাতা, কান্দি: একই গ্রামে পুজো হয় ২৮টি জগদ্ধাত্রীর। তাই সালারের কাগ্রাম জগদ্ধাত্রীর গ্রাম নামেই খ্যাত। নবমীর পুজো ঘিরে রবিবার সকাল থেকেই গ্রাম ছিল উৎসব মুখর। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই দর্শনার্থীর ঢল নামে। গোটা গ্রাম আলোকমালায় সেজে উঠেছে। মণ্ডপে মণ্ডপে ঢাকঢোল সহ বিভিন্ন প্রকার বাদ্যের বাজনায় যেন আলাদা উন্মাদনা তৈরি হয়েছে।
৩০০ বছরের বেশি প্রাচীন ওই গ্রামের জগদ্ধাত্রী পুজো। কয়েকটি প্রাচীন পুজো ছাড়াও অনেকগুলি সর্বজনীন পুজো হচ্ছে। তবে চারদিনের বদলে মাত্র একদিনের পুজো হয় এখানে। সোমবার রাত থেকে চলবে বিসর্জন প্রক্রিয়া। রবিবারই সপ্তমী থেকে নবমীর পুজো হয়। এদিন ভোর থেকেই ঢাক ও ঢোলের বাজনা মণ্ডপগুলিতে যেন দ্রুত দর্শনাথীদের আসার আমন্ত্রণ জানিয়েছে। ঢাকের বাজনার শব্দ কানে আসে তিন কিলোমিটার দূরের তালিবপুর কিংবা সালার থেকে।
এদিন সাত সকালেই মণ্ডপগুলিতে সপ্তমী পুজোয় বসে পড়েন পুরোহিতরা। কোনও মণ্ডপে দু’জন পুরোহিত, কোথাওবা চারজনও ছিলেন। ঢাকের সঙ্গে কাঁসর ঘণ্টার তালে শুরু হয় পুজো। মণ্ডপে মণ্ডপে মহিলারাও পুজোর ডালি হাতে ভিড় করতে থাকেন। সকাল ১০টা বাজতেই শুরু হয় দর্শনার্থীদের আনাগোনা। ভিড়ের চোটে দুপুরের মধ্যেই গ্রামের প্রতিটি রাস্তায় জোরে হাঁটা দায় হয়ে পড়ে। সন্ধ্যায় সেখানে যেন দর্শনার্থীদের ঢল নামে। কাউকেই যানবাহন নিয়ে ভিতরে ঢুকেতে দেওয়া হয়নি। গ্রামের বাইরে সমস্ত যানবাহন রাখার ব্যবস্থা করা হয়। সেখানে যানবাহন রেখে দর্শনার্থীরা দল বেঁধে মণ্ডপ হপিং শুরু করেন।
গ্রাম শুরুতেই মিস্ত্রি পাড়ার সাবেক প্রতিমা দর্শনার্থীদের মন জয় করে নেয়। এরপর রায়পাড়া, পশ্চিমপাড়া, মধ্যপশ্চিমপাড়া, মহাশয় বাড়ি, পাল বাড়ি, দে বাড়ি, পূর্ব সাহাপাড়া, বাজারপাড়া ইত্যাদি পুজোগুলি লাইন দিয়ে রয়েছে। সমস্ত মণ্ডপ চত্বরেই উপচে পড়া ভিড় দেখা যায়। সন্ধ্যা থেকে গোটা গ্রাম আলোর রোশনাইয়ে ঢাকা পড়ে। বিভিন্ন মণ্ডপে বেজে চলেছে বিভিন্ন ধরনের বাজনা। শুধু মণ্ডপ নয়, বিভিন্ন বাড়িও আলোকসজ্জায় সেজে উঠেছে। 
পুজো উপলক্ষ্যে গ্রামের রাস্তার দু’ধারে অসংখ্য দোকান বসেছে। মহাশয় বাড়ি পেরিয়ে গ্রাম্য মেলাতেও ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। রবি রায় বলেন, আমাদের বছরের সেরা উৎসব হল জগদ্বাত্রী পুজো। আশেপাশের গ্রামের বাসিন্দারাও এই দিনটির জন্য বছরভর অপেক্ষা করেন। প্রতিটি বাড়িতেই প্রচুর সংখ্যায় আত্মীয়স্বজন এসেছেন। বাবু দত্ত বলেন, শুধু কান্দি মহকুমা নয়, প্রতিবেশী বীরভূম ও পূর্ব বর্ধমানের বিভিন্ন গ্রামের মানুষজন গ্রামে পুজো দেখতে এসেছেন। এই এলাকার মানুষের কাছে কাগ্রাম কৃষ্ণনগর বা চন্দননগরের থেকে কিছু কম নয়।
 
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা