দক্ষিণবঙ্গ

মেদিনীপুর উপনির্বাচনে শেষ রবিবার প্রচারে ঝড় তুলল তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: শেষ রবিবাসরীয় প্রচারে ঝড় তুলল তৃণমূল। এদিকে শেষলগ্নেও প্রচারে পিছিয়ে রইল পদ্ম শিবির। মূলত গ্রামীণ এলাকায় সেভাবে প্রচার না হওয়ায় ক্ষুব্ধ জেলা বিজেপি নেতৃত্বের একাংশ। তবে সাংগঠনিক দুর্বলতা থাকলেও মেদিনীপুর উপ নির্বাচনে শহর এলাকার পাশাপাশি গ্রামীণ এলাকাতেও প্রচার চালিয়েছে কংগ্রেস ও সিপিআই প্রার্থী। জানা গিয়েছে, মেদিনীপুর বিধানসভার উপ নির্বাচনে শুধু গ্রামীণ এলাকায় ভোট বেশি। শাসক, বিরোধী উভয় পক্ষ সেই ভোট নিজেদের ঝুলিতে ভরতে মরিয়া। বিজেপি নেতৃত্বের কথায়, গ্রামীণ এলাকায় টাকা খরচ করে রাস্তার পতাকা লাগিয়েই খালাস উচ্চ নেতৃত্ব। বুথ স্তরে সেভাবে কোনও বৈঠক হয়নি। প্রার্থী না যাওয়ায় প্রচারও হয়নি। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকেই স্কুটি চালিয়ে প্রচারে বেরিয়ে পড়েন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। শালবনী ব্লকের কর্ণগড় সহ একাধিক এলাকায় যান প্রার্থী। প্রতিটি এলাকায় ঘাসফুল শিবিরের প্রার্থীকে স্বাগত জানাতে মহিলা কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। এরপর বিকেলে পুর এলাকায় প্রচার করেন তৃণমূল প্রার্থী। পরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে চা চক্রে শামিল হন সুজয়বাবু। এদিন শালবনী ব্লকের গবরু এলাকায় প্রচারে সুজয় হাজরা বলেন, প্রচারে মানুষের ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। আট থেকে আশি, মহিলা থেকে পুরুষ সকলেই খুব আপন করে নিচ্ছেন। উপ নির্বাচনে মানুষ উন্নয়ন দেখে ভোট দেবেন। 
অপরদিকে, শেষলগ্নে শালবনী ব্লকের কাশিজোড়া, বাঁকিবাঁধ সহ বিভিন্ন এলাকায় প্রচার করেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। কখনও হুড খোলা গাড়িতে, আবার কখনও পায়ে হেঁটে প্রচার করেন তিনি। তবে প্রচারে জন সমাগম অনেকটাই কম ছিল। শেষ লগ্নেও বিভিন্ন এলাকায় প্রার্থী প্রচারে না যাওয়ায় কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন সংশ্লিষ্ট গ্রামবাসীরা। কাশিজোড়া এলাকার এক বাসিন্দা বলেন, বিজেপির তরফে পতাকা লাগানো হয়েছে। কিন্তু প্রচার হয়নি। তবে এদিন বিজেপি প্রার্থী শুভজিৎ রায় বলেন, ভোটের প্রচারে মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। তৃণমূলের চোখ নেই, তাই হয়তো আমাদের প্রচার দেখতে পারছে না। শহরের পাশাপাশি গ্রামীণ এলাকার মানুষও আমাদের আশীর্বাদ করবেন। 
অন্যদিকে, শালবনী ব্লকের পাথর কুমকুমী, গড়মাল সহ বিভিন্ন এলাকায় প্রচার করেন সিপিআই প্রার্থী মণিকুন্তল খামরুই। শালবনী ব্লকের গড়মাল এলাকায় প্রচারের ফাঁকে মণিকুন্তল বলেন, প্রচারে ভালোই সাড়া পাচ্ছি। একশো দিনের কাজের টাকা, আবাস যোজনা সহ একাধিক বিষয় মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। জানা গিয়েছে, হুড খোলা গাড়িতে চেপে শালবনী ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার করেন কংগ্রেস প্রার্থী শ্যামলকুমার ঘোষ। গবরু এলাকায় কংগ্রেস প্রার্থী বলেন, গ্রামীণ এলাকার মানুষ খুব সমস্যার মধ্যে আছেন। ভোটে সমর্থন হারাচ্ছে তৃণমূল।
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা