দক্ষিণবঙ্গ

মেদিনীপুরে মহিলা ভোট টানতে মরিয়া শাসক, বিরোধী দু’পক্ষই

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মেদিনীপুর উপ নির্বাচনে মহিলা ভোটারের সংখ্যা প্রায় ১ লক্ষ ৪৮ হাজার। সেই ভোট নিজেদের দিকে টানতে ঝাঁপাচ্ছে শাসক ও বিরোধী দু’ পক্ষই। শাসক দল চাইছে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা ভোট প্রচারে তুলে ধরে মহিলা ভোট টানতে। অপরদিকে, মহিলা ভোট পেতে বিরোধীরা আর জি কর কাণ্ড সহ নানা নারী নির্যাতনের ঘটনা তুলে ধরছে তাদের প্রচারে। রাজনৈতিক মহলের মতে, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে মহিলাদের আর্থিক উন্নতি হয়েছে। তাই মহিলা ভোট প্রাপ্তির দিক থেকে অনেকটাই এগিয়ে থাকবে তৃণমূল।
এদিন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা বলেন, আজকে প্রত্যন্ত এলাকার মহিলারা বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী সহ একাধিক প্রকল্পের সুবিধা পেয়ে উপকৃত হচ্ছেন মহিলারা। যা ভোটের প্রচারে তুলে ধরা হচ্ছে। প্রত্যন্ত এলাকার মহিলারা জানেন, আগে কী ধরনের আর্থিক পরিস্থিতি ছিল, আর এখন কী পরিস্থিতি রয়েছে। মহিলারা দু›হাত তুলে আশীর্বাদ করবেন। প্রচারে বেরিয়ে মহিলাদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। 
প্রসঙ্গত, ১৩ নভেম্বর মেদিনীপুর বিধানসভার উপ নির্বাচন। মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৯১ হাজারের বেশি। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৪৩ হাজার। অপরদিকে, মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ৪৮ হাজারের বেশি। অর্থাৎ মহিলা ভোটারের সংখ্যা অনেকটাই বেশি। তাই মহিলা ভোট পেতে মরিয়া সবপক্ষই। জানা গিয়েছে, ২০১১ সালের বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন জনমুখী প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে উপকৃত হচ্ছেন রাজ্যের কয়েক কোটি মহিলা। এর প্রভাব পড়েছে ভোট বাক্সেও। ২০১৬ সালের পর থেকে তৃণমূলের ভোট বাক্সে মহিলা ভোটের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে। জানা গিয়েছে, শুধু মেদিনীপুর বিধানসভা এলাকায় প্রায় এক লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার সহ নানা প্রকল্পের সুবিধা পাচ্ছেন। যা উপ নির্বাচনে অনেকটাই এগিয়ে রাখছে শাসক দলকে। 
এক তৃণমূল নেতা বলেন, নারী নির্যাতনের ঘটনার প্রভাব শহর এলাকায় পড়েছে। কিন্তু গ্রামীণ এলাকায় সেভাবে প্রভাব পড়েনি। গ্রামীণ এলাকায় বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে ধরে প্রচারে ঝড় তোলা হচ্ছে। এছাড়াও শহরের মহিলারাও বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে খুশি। নারী নির্যাতন একটি সামাজিক ব্যাধি। সেটা সবার আগে মনে রাখতে হবে। এই ইস্যু নিয়ে বিরোধীরা লড়াইয়ে টিকতে পারবে না। 
এদিন জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেন, হাজার টাকা দিয়ে আর মানুষকে বোকা বানানো যাবে না। রাজ্যের নানা প্রান্তে নারী নির্যাতনের ঘটনা ঘটছে। কিন্তু কোনও পদক্ষেপ করা হচ্ছে না। আইনের শাসন দিন দিন ভেঙে পড়ছে। এভাবে বেশিদিন চলতে পারে না। তৃণমূল যোগ্য জবাব পাবে।
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা