দক্ষিণবঙ্গ

আন্ডারপাসের রাস্তা বেহাল, বিপদ সঙ্গী করেই যাতায়াত বাসিন্দাদের

সংবাদদাতা, শান্তিনিকেতন: লাভপুর থেকে আমোদপুর যাওয়ার পথে দক্ষিণ দুর্গাপুরের কাছে রেলের আন্ডারপাসে বেহাল রাস্তার কারণে উল্টে যায় ধান বোঝাই ট্রাক্টর। লাভপুরের লাঘাটা থেকে শুরু করে আমোদপুর যাওয়ার পথে রেলের একাধিক আন্ডারপাসের বেহাল দশা। একাধিক জায়গায় পিচ উঠে গিয়ে ছোটবড় গর্ত হয়েছে। কোথাও আবার রাস্তার অনেকটা অংশ নষ্ট হয়ে যাওয়ায় যাতায়াত করতে সমস্যায় পড়ছেন পথচারী থেকে শুরু করে বাইক ও গাড়ি আরোহীরা। বৃষ্টি হলে সেই সমস্যা আরও বেড়ে যায়। যাতায়াতকারীদের অভিযোগ, প্রায় প্রত্যেকদিনই ছোটবড় দুর্ঘটনা ঘটে। দিনের বেলা কোনওভাবে যাতায়াত করা গেলেও রাতে আলো না থাকায় চরম সমস্যায় পড়তে হয়।
লাভপুরের উপর দিয়ে গিয়েছে আমদপুর-কাটোয়া রেল লাইন। আগে এই রুটটি ন্যারোগেজ ছিল। কিছু বছর আগে সেটি ব্রডগেজ হয়েছে। এলাকাটি নিচু হওয়ায় এই পথে বেশ কয়েকটি আন্ডারপাস রয়েছে। লাভপুরের লাঘাটার কাছে রয়েছে প্রথম আন্ডারপাসটি। তারপরে লাভপুর থেকে আমোদপুর যাওয়ার পথে আরও বেশ কয়েকটি আন্ডারপাস রয়েছে। কিন্তু প্রত্যেক আন্ডারপাসের রাস্তাই বেহাল। স্থানীয়দের অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও রাস্তা মেরামত করা হয় না। এই পথে দুর্ঘটনা নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। বুধবার বিকেলে একটি ধান বোঝাই ট্রাক্টরের পিছনের ডালাটি উল্টে যায়। অল্পের জন্য রক্ষা পান ট্রাক্টর চালক সহ পথচারীরা। বাসিন্দাদের আরও অভিযোগ, অত্যন্ত ব্যস্ত এই পথ দিয়েই স্থানীয়রা কর্মক্ষেত্রে যাতায়াত করেন। স্কুল-কলেজের পড়ুয়াদেরও বিপদকে সঙ্গী করেই যেতে হয়। তাই তাঁরা চাইছেন স্থানীয় প্রশাসন, ব্লক ও পূর্তদপ্তর নজর দিক এই বিষয়ে।
লাভপুরের বাসিন্দা পরাশর মণ্ডল, প্রকাশ পাল বলেন, যে কোনও দিকে যাতায়াতের জন্য আমাদের এটাই প্রধান পথ। দিনের বেলা কোনওভাবে পারাপার করা গেলেও রাতে প্রচণ্ড অসুবিধা হয়। মাঝেমধ্যেই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়, অনেকের হাত-পাও ভেঙেছে। লাভপুরের বিডিও শিশুতোষ প্রামাণিক বলেন, রাস্তা সংস্কারের কাজ চলছে। বিশেষ করে এই অংশগুলি নিচু হওয়ার কারণে জল জমে থাকায় সমস্যা হয়। আশা করছি দ্রুত অসুবিধা দূর হবে। -নিজস্ব চিত্র
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা