দক্ষিণবঙ্গ

বিষ্ণুপুর জেলা হাসপাতাল চত্বরে খাটাল, প্রাচীর না হওয়ায় ক্ষোভ

সংবাদদাতা, বিষ্ণুপুর: টাকা বরাদ্দ হলেও বিষ্ণুপুর জেলা হাসপাতালের একাংশে প্রাচীর তৈরি সম্ভব হয়নি। ফলে হাসপাতাল চত্বরে গোরু-ছাগল ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, হাসপাতাল চত্বরের একাংশে খাটাল তৈরি হয়েছে। তাতে সেখানকার পরিবেশ দূষিত হচ্ছে। সাইকেল ও বাইক রাখার নির্দিষ্ট জায়গা থাকলেও রোগীর আত্মীয়রা সেসব হাসপাতাল চত্বরে যেখানে সেখানে রেখে দিয়েছেন। ফলে রোগীদের স্ট্রেচারে নিয়ে যেতে সমস্যা হচ্ছে।
হাসপাতালের সুপার শুভঙ্কর কয়াল বলেন, বেশ খানিকটা অংশে পাঁচিল তৈরি চলছে। বাকি অংশে বেশ কিছু ঘরবাড়ি থাকায় সমস্যা দেখা দিয়েছে। একাধিকবার আলোচনা সত্ত্বেও সমাধানসূত্র বেরোয়নি। খাটালের বিষয়টি একাধিকবার রোগীকল্যাণ সমিতির বৈঠকে তুলে ধরা হয়েছে। রোগীর আত্মীয়রা যেখানে সেখানে বাইক-সাইকেল রাখায় অসুবিধা হচ্ছে। ডায়ালিসিস বিল্ডিংয়ের সামনের রাস্তা তো অবরুদ্ধ হয়ে যাচ্ছে। বারবার মাইকিং করেও লাভ হয়নি। তাই পুলিসকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বিষ্ণুপুর হাসপাতালে সীমানাপ্রাচীর না থাকায় বহু জায়গা দখল হয়ে গিয়েছে। একবছর আগে প্রাচীর তৈরির জন্য ১ কোটি টাকা বরাদ্দ হয়। সীমানা চিহ্নিত করে কিছু অংশে কাজ শুরু হয়। কিন্তু হাসপাতালের সীমানার একাংশে বহু বাড়িঘর রয়েছে। হাসপাতালের তরফে ওই সমস্ত পরিবারকে একাধিকবার নোটিস ধরানো হলেও তাঁদের বেশিরভাগই পাঁচিলের জন্য জায়গা ছাড়তে রাজি হননি। ফলে ওই অংশে পাঁচিল না থাকায় সেখান দিয়ে গোরু-ছাগল হাসপাতাল চত্বরে ঢুকে যাচ্ছে। হাসপাতাল চত্বরের একাংশে খাটাল তৈরি হয়েছে। খাটাল উচ্ছেদ ও পাঁচিলের বিষয়ে একবছরে রোগীকল্যাণ সমিতির বৈঠকে একাধিকবার আলোচনা হয়েছে। কিন্তু বাস্তবে এনিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি। হাসপাতাল চত্বরে সাইকেল, বাইক রাখায় যাতে রোগীদের অসুবিধা না হয়, সেজন্য কয়েকমাস আগে পুরসভা সুপারস্পেশালিটি হাসপাতালের কিছুটা দূরে একটি গ্যারাজ তৈরি করেছে। তা সত্ত্বেও হাসপাতাল চত্বরেই বাইক ও সাইকেল রাখা হচ্ছে। রোগীর আত্মীয়দের একাংশ জানান, হাসপাতালে রোগী ভর্তি থাকলে অনেকসময় ওষুধ কেনা অথবা অন্য জরুরি দরকারে যেতে হয়। তাই হাসপাতাল চত্বরেই তাঁরা সাইকেল ও বাইক রেখে দেন। কিন্তু এর জেরে হাসপাতালে রোগীদের নিয়ে যেতে সমস্যা দেখা দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এসমস্যা মেটাতে পুলিসের দ্বারস্থ হয়েছে। পুলিস এনিয়ে কবে পদক্ষেপ করে-সেটাই এখন দেখার। -নিজস্ব চিত্র
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা