দক্ষিণবঙ্গ

বহরমপুরে যুবতীর শ্লীলতাহানি, ধৃত যুবক

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুর শহরে যুবতীর শ্লীলতাহানির ঘটনায় চরম উত্তেজনা ছড়াল। শুক্রবার রাতে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় সংলগ্ন ব্যারাক স্কোয়ার ময়দানে এক যুবতীর গায়ে হাত দেওয়ার অভিযোগে এক যুবককে মারধর করে উত্তেজিত জনতা। মিঠুন সরকার নামে অভিযুক্ত ওই মদ্যপ যুবক এক যুবতীর সঙ্গে অশালীন আচরণ করে। যুবতী প্রতিবাদ করায় তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা ওই যুবককে ব্যাপক মারধর করে। অভিযুক্ত যুবক ওই যুবতীর কাছে ক্ষমা চায়। ওই যুবককে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরও এক পথচারী। খবর পেয়ে বহরমপুর থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাকে গ্রেপ্তার করে। বহরমপুর থানার আইসি উদয় শঙ্কর ঘোষ বলেন, অভিযুক্তকে আমরা গ্রেপ্তার করেছি। এই ধরনের ঘটনা কখনই বরদাস্ত করা হবে না। এদিকে ঘটনাস্থলের পাশেই দু’টি কালীপুজোর মণ্ডপ রয়েছে। সেখানে বহু মানুষ রাত অবধি ছিলেন। ব্যারাকে স্কয়ার ময়দানে প্রতিদিন রাত পর্যন্ত বহু মানুষ পায়চারিও করেন। শহরের প্রাণকেন্দ্রে এই ধরনের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। শান্তনু দে নামে এক পথচারী বলেন, এখানে এই ধরনের ঘটনা কখনও ঘটেনি। বহু মহিলা এবং যুবতী রাতে এখানে পায়চারি করেন। কেউ যদি এমন অসভ্যতা করে তাহলে তো সত্যি চিন্তার বিষয়। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা