দক্ষিণবঙ্গ

যুবতীর বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ বোহার পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে 

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: জমি সংক্রান্ত বিবাদের জেরে এক যুবতীকে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে বোহার-১ পঞ্চায়েতের উপপ্রধান জিন্নাত শেখের বিরুদ্ধে। তিনি যুবতীর শ্লীলতাহানিরও চেষ্টা করেন বলে অভিযোগ। এছাড়া ওই পরিবারের আরও তিন সদস্যের উপর হামলা করা হয়েছে। ওই যুবতী  বলেন, জমিতে ধান চাষ করা নিয়ে উপপ্রধানের সঙ্গে বিবাদ বাধে। তিনি এভাবে হামলা করতে পারেন বলে ভাবিনি। শনিবার তিনি লোকজন নিয়ে বাড়িতে ঢোকেন। মা এবং দাদুকে মাটিতে ফেলে মারধর করা হয়। ওদের ভয়ে একটি ঘরে ঢুকে যাই। সেখানে গিয়ে মারধর করেন। ওই জমিতে পরেরবার চাষ করলে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছি। উপপ্রধান প্রভাবশালী। তিনি আবার হামলা করতে পারেন। ওই পরিবারের আর এক সদস্য বলেন, ওই জমিটি প্রায় ৮০ বছর ধরে আমরা চাষ করছি। নৈহাটির একটি পরিবার জমিটি দিয়েছিল। কিন্তু রেজিস্ট্রি হয়নি। উপপ্রধান ওই জমিটি দখল নিতে চাইছে। এদিন ঘরে ঢুকে ওরা বাড়ির সবাইকে মারধর করেছে। মেয়েকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ও খুব আতঙ্কের মধ্যে রয়েছে। উপপ্রধান বলেন, এধরনের অভিযোগ ঠিক নয়। এনিয়ে পরে কথা বলব। পুলিস জানিয়েছে, অভিযোগ হওয়ার পরই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তৃণমূল নেতা দেবু টুডু বলেন, কী হয়েছে তা খোঁজ নিয়ে দেখছি। দল কখনোই এধরনের ঘটনা সমর্থন করে না। কখনোই আইন হাতে তুলে নেওয়া যায় না। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা