দক্ষিণবঙ্গ

কীর্ণাহারে শ্মশানকালীর মন্দিরে চুরি

সংবাদদাতা, শান্তিনিকেতন: কীর্ণাহারের দীঘলডাঙ্গা জয়ন্তীপুর কলোনির শ্মশান কালী মন্দিরে চুরি হয়েছে। সোমবার সকালে মন্দির খুলতে এসে বিষয়টি জানাজানি হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। খবর দেওয়া হয় কীর্ণাহার থানার পুলিসকে।
কয়েক মাসের মধ্যেই একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত কীর্ণাহারের বাসিন্দারা। সোমবার কীর্ণাহারের দীঘলডাঙ্গা জয়ন্তীপুর কলোনির শ্মশান কালীর মন্দিরে ভয়াবহ চুরির ঘটনা ঘটে।মন্দিরের পুরোহিত সুকদেব চক্রবর্তী এদিন সকালে মন্দির খুলতে এসে দেখতে পান গেটের তালা ভাঙা। মা কালীর মূর্তির সোনা ও রুপোর গয়না নেই। এমনকি প্রতিমার বামদিকের কান ভাঙা ও মাথার চুল ছিঁড়ে পড়ে রয়েছে। সোনা ও রুপো মিলিয়ে প্রায় দেড় লক্ষ টাকার বেশি মূল্যের অলংকার চুরি হয়েছে বলে দাবি পুরোহিতের। যদিও গহনা চুরি হলেও প্রণামী বাক্স ও মায়ের প্রসাদের কাঁসার বাসনপত্রগুলি খোয়া যায়নি। এই খবর পাওয়ার পরই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় কীর্ণাহার থানার পুলিস। তারা ঘটনার তদন্ত ও এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীঘলডাঙ্গার শ্মশান কালীমন্দির এলাকার সর্বজনীন কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম। মাঘ মাসের অমাবস্যায় এখানে বার্ষিক পুজোর পাশাপাশি চলে সপ্তাহব্যাপী মেলা ও অনুষ্ঠান। এই ঘটনার ফলে এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। পাশাপাশি পুলিসের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তারা। কারণ গত কয়েক মাসে কীর্ণাহার থানা এলাকায় মন্দির, বিদ্যালয়, বসতবাড়ি সহ বিভিন্ন জায়গায় বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে।  -নিজস্ব চিত্র
29d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের রুক্ষ ব্যবহার ও মতিগতি নিয়ে মানসিক চিন্তা। কাজকর্ম অপেক্ষাকৃত শুভ। বিদ্যায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা