দক্ষিণবঙ্গ

আনন্দবাজারে কয়েক ঘণ্টায় ২ লক্ষ ৩৬ হাজার টাকা আয় বিশ্বভারতীর পড়ুয়ারা

সংবাদদাতা, বোলপুর: মাত্র কয়েক ঘণ্টার মেলা। তাতেই এবছর দু’লক্ষ ৩৬ হাজার টাকা আয় হয়েছে। এবছর আনন্দবাজারের বিকিকিনিতে এমন রোজগার করে কার্যত রেকর্ড করেছেন বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা। ওই টাকা বিশ্ববিদ্যালয়ের কর্মীমণ্ডলীর সেবা শাখার হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার হিসেব করে একথাই জানিয়েছে বিশ্বভারতীর কর্মী মণ্ডলীর সেবা শাখা। ছাত্র-ছাত্রীদের এই স্বতঃস্ফূর্ত উদ্দীপনা দেখে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই টাকা বিশ্বভারতীর দুঃস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনা, চিকিৎসা সহ অন্যান্য খরচের জন্য ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। 
সূচনালগ্নে বিশ্বভারতী আর্থিকভাবে সচ্ছল ছিল না। সেজন্য ছাত্রছাত্রীদের বিপদ-আপদে পাশে দাঁড়ানোর জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকেই সেবা বিভাগ খোলা হয়েছিল। মূলত দুঃস্থ পড়ুয়াদের বিভিন্ন জরুরি পরিষেবা দেওয়ার জন্য এই বিভাগের সূচনা। সুদীর্ঘকাল ধরে বিশ্বভারতীর বিভিন্ন অনুষ্ঠান ও অনুদানের মাধ্যমে অর্থ সংগ্রহ করে আসছে সেবা বিভাগের সদস্যরা। কলাভবনের নন্দন মেলা, গৌরপ্রাঙ্গণে আনন্দবাজার প্রভৃতি উৎসবের মাধ্যমে লভ্যাংশ সেবা বিভাগের হাতে তুলে দেন বিশ্বভারতীর পড়ুয়ারা। এভাবেই আনন্দ উদযাপনের পাশাপাশি সেবামূলক কাজেও ব্রতী হয়ে ওঠে বিশ্বভারতীর পড়ুয়ারা। সেই সেবামূলক কাজের উদ্দেশ্যে আনন্দবাজার এখন কার্যত উৎসবে পরিণত হয়েছে। 
পাঠভবন থেকে শিক্ষাসত্র, সঙ্গীত ভবন থেকে কলা ভবন কিংবা শিক্ষাভবন থেকে ভাষা ভবন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের পড়ুয়ারা প্রত্যক্ষভাবে এই মেলায় অংশগ্রহণ করেন। যার অন্যথা হয়নি এবছরও। ‌ নানা ধরনের সুস্বাদু খাদ্য থেকে শুরু করে হস্তশিল্প সামগ্রী প্রভৃতি বিক্রি করে এ বছর ২লক্ষ ৩৬ হাজার টাকা উপার্জন হয়েছে বলে জানিয়েছেন সেবা শাখার অন্যতম সম্পাদক ভ্রমর ভাণ্ডারী। তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ২৬হাজার ২১৭টাকা ও ভাষা ভবনের পড়ুয়ারা ২১হাজার ৯৬২টাকা আয় করে নজর কেড়েছে। -নিজস্ব চিত্র
29d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের রুক্ষ ব্যবহার ও মতিগতি নিয়ে মানসিক চিন্তা। কাজকর্ম অপেক্ষাকৃত শুভ। বিদ্যায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা