দক্ষিণবঙ্গ

মানবাজারে বাসস্ট্যান্ডে ঢোকার রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ

সংবাদদাতা, মানবাজার: পুরুলিয়ার মানবাজারে বাসস্ট্যান্ডে ঢোকার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। ৩০০ ফুটের মতো রাস্তায় ঢালাই উঠে বড় বড় গর্ত হয়েছে। বৃষ্টি হলেই তাতে জল জমছে। সংস্কারের দাবিতে মঙ্গলবার সকালে ওই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, বারবার সমস্যার কথা প্রশাসনকে জানিয়েও সুরাহা মেলেনি। পুজোর আগে অন্তত খানাখন্দ মেটানোর দাবি তুলেছেন তাঁরা। এদিন বাঁশ ফেলে ওই পথ আটকে দেওয়া হয়। ফলে কিছুক্ষণের জন্য রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে মানবাজার থানার পুলিস এবং মানবাজার-১ ব্লকের যুগ্ম বিডিও ধনঞ্জয় কুমার ঘটনাস্থলে পৌঁছন। রাস্তা সংস্কারের আশ্বাস পেয়ে স্থানীয়রা অবরোধ তুলে নেন।
স্থানীয়দের অভিযোগ, প্রায় এক দশক ধরে রাস্তার কোনও সংস্কার হয়নি। রাস্তার বড় অংশে ঢালাই উঠে বড় বড় গর্ত হয়েছে। বৃষ্টি হলে সেসব গর্তে জল জমে ডোবার আকার নেয়। ওই পথে যাতায়াত করতে নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে ওঠে। গাড়ি নিয়ে হোক বা হেঁটে-কোনওভাবেই যাতায়াত করা যায় না। মাঝেমধ্যেই ছোটখাট দুর্ঘটনা লেগে থাকে। এলাকার বাসিন্দারা জানান, রাস্তার এই দশার জন্য কোনও গাড়ি বাড়ি অবধি আসতে চায় না। অর্ধেক পথে নামিয়ে দেয়। মানবাজার বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন দূরপাল্লার ও স্থানীয় রুটে ৫০-৬০টি বাস চলাচল করে। কিন্তু  বাসস্ট্যান্ডে ঢোকার রাস্তা বেহাল হওয়ায় তাঁদেরও গাড়ি চালাতে অসুবিধা হয়। ওই পথ দিয়ে বরাবাজার, সিঁন্দরি, বলরামপুর যাওয়া যায়। কিন্তু ৩০০ ফুটের মতো বেহাল রাস্তা পেরোতেই চালকদের কালঘাম ছুটে যায়।
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা