দক্ষিণবঙ্গ

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ গ্রামবাসীদের

সংবাদদাতা, রঘুনাথপুর: বিদ্যালয়ে নিয়মিত আসেন না প্রধান শিক্ষক। বেশিরভাগ দিনই আসেন দেরি করে। আবার সময়ের আগেই চলে যান। ছাত্রছাত্রীদের সঙ্গে প্রায়ই দুর্ব্যবহার করেন। মিড ডে মিলেও প্রচুর অনিয়ম রয়েছে। এমনই একাধিক অভিযোগ তুলে মঙ্গলবার পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের সোনাথলী অঞ্চলের ধুমডি প্রাথমিক বিদ্যালয়ের মুল গেটে পোস্টার সাঁটিয়ে তালা ঝোলালেন গ্রামবাসী ও অভিভাবকরা। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনায় বিদ্যালয়ের তালা খুলতে গেলে প্রধান শিক্ষক নিমাইচন্দ্র গোস্বামী ও অবর বিদ্যালয় পরিদর্শক ধৃতিগোবিন্দ বাসুরি বিক্ষোভের মুখে পড়েন। যদিও পড়ে উভয়পক্ষের আলোচনা মাধ্যমে সমস্যার সমাধান হয়। 
জানা যায়, প্রধান শিক্ষকের কাজে ফাঁকি সহ মিড ডে মিলের আর্থিক অনিয়মের অভিযোগে শুক্রবার থেকে বিদ্যালয়ে পঠনপাঠন বন্ধ রয়েছে। গ্রামবাসী ও অভিভাবকেরা বলেন, এদিন অবর বিদ্যালয় পরিদর্শকের কথা মতো বিদ্যালয়ের গেট খুলে দেওয়া হয়। তার পরেও তিনি গ্রামবাসী ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। সমস্যার সমাধানে গ্রামবাসী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করেননি। পরে অবর বিদ্যালয় পরিদর্শক গ্রামবাসী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দেন। প্রধান শিক্ষক বলেন, নিয়ম মতো পরদিন বিদ্যালয়ে আসি। ৩০ জন ছাত্রছাত্রী রয়েছে। তাই আমার তরফ থেকে মিড ডে মিল যতটা ভালো করার তার চেষ্টা করি। অবর বিদ্যালয় পরিদর্শক বলেন, গ্রামবাসীদের সঙ্গে সুষ্ঠুভাবে আলোচনা হয়েছে।
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা