দক্ষিণবঙ্গ

দুব্বেশ্বরী কোলিয়ারিকে বেসরকারি হাতে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এল কর্তৃপক্ষ

সংবাদদাতা, রঘুনাথপুর: পুরুলিয়ার নিতুড়িয়ার দুব্বেশ্বরী কোলিয়ারিকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করেছিল ইসিএল (কোল ইন্ডিয়া)। মঙ্গলবার ১অক্টোবর থেকে বেসরকারি সংস্থার হাতে চলে যাওয়ার কথা ছিল দুব্বেশ্বরী কোলিয়ারি। কিন্তু ট্রেড ইউনিয়নগুলির দীর্ঘ আন্দোলন এবং বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীর তৎপরতায় আপাতত কোরিয়ারি কর্তৃপক্ষ পিছু হটেছে। আগামীতে কোরিয়ারির ভবিষ্যৎ বিষয়ে আলোচনার জন্য এদিন সাঁকতোড়িয়ার ইসিএল দপ্তরের চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর সাংসদকে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে আজ বুধবার আলোচনায় বসার জন্য জানানো হয়েছে। যদিও সাংসদ আপাতত পুজোর কাজে ব্যস্ত থাকছেন বলে জানিয়ে দিয়েছেন। পুজোর পর তাঁরা কর্তৃপক্ষর সাথে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন। কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, নিতুড়িয়ার দুব্বেশ্বরী কোলিয়ারিকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হয়। ১অক্টোবর থেকে সেই প্রক্রিয়া শুরুর কথা জানানো হয়। ইসিএলের তরফ থেকে সম্প্রতি এক বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে জানিয়ে দেওয়া হয়, দুব্বেশ্বরী কোলিয়ারিতে এমডিও(মাইন ডেভেলপার অ্যান্ড অপারেটর) পদ্ধতিতে খনন চালানো হবে। সেই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়, ইচ্ছুক শ্রমিকরা চাইলে অন্যত্র বদলির জন্য আবেদন করতে পারেন। বিজ্ঞপ্তি প্রকাশের পরেই শ্রমিক সংগঠনগুলি ক্ষোভে ফেটে পড়েছে।
জানা গিয়েছে, কোলিয়ারির বেসরকারিকরণের বিষয়টি নিতুড়িয়া ব্লকের সমস্ত ট্রেড ইউনিয়নগুলি বাঁকুড়ার সাংসদকে জানিয়েছিল। সাংসদ কোলিয়ারির বেসরকারিকরণের বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানান। মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হয় আন্দোলন। পাশাপাশি সাংসদ ইসিএলকে চিঠি করেন। ইসিএলের সোদপুর এরিয়ায় অবস্থিত দুব্বেশ্বরী কোলিয়ারিকে বেসরকারিকরণের সিদ্ধান্তের পুনর্বিবেচনা করার জন্য সাংসদ জানান। তিনি চিঠিতে স্পষ্ট জানিয়ে দেন, খনি বেসরকারিকরণের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। তা নাহলে আগামী দিনে বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন করা হবে।অরূপবাবু বলেন, দুব্বেশ্বরী একটি সচল এবং লাভজনক কোলিয়ারি। অথচ সেই কোলিয়ারিটিকে বেসরকারিকরণ করা হচ্ছে। তাতেই আমাদের আপত্তি। যদি কোনও বন্ধ অথবা অলাভজনক অবস্থায় কোলিয়ারি থাকতো তাহলে বেসরকারিকরণ করলে আমরা হয়তো আন্দোলন থেকে পিছিয়ে আসতাম। তাই বিষয়টি বিবেচনার জন্য চিঠি করেছিলাম। 
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা