দক্ষিণবঙ্গ

কৃষ্ণনগরে ভুল অপারেশনে কিডনি বাদ দেওয়ার অভিযোগ

সংবাদদাতা, কৃষ্ণনগর: ভুল অপারেশনে কিডনি বাদ দেওয়ার অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। এই ঘটনায় গোটা বিষয়টি জানিয়ে এক গৃহবধূ কৃষ্ণনগর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার বিকেলে এনিয়ে ডিএসপি শিল্পী পাল বলেন, গোটা বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। 
জানা গিয়েছে, কৃষ্ণগঞ্জ ব্লকের বিজয়পুরে বাড়ি বিধান দত্ত নামে এক ব্যক্তি।  চাপড়ার শিমূলিয়া গ্রামে তাঁর শ্বশুরবড়ি।  কিছুদিন ধরে বিধান দত্ত চাপড়ায় এক চিকিৎসকের কাছে তাঁর কিডনিতে পাথর হওয়ায় চিকিৎসা করাচ্ছিলেন। ওই চিকিৎসকের কথামতো পেটে যন্ত্রণা নিয়ে কৃষ্ণনগরের একটি বেসরকারি নার্সিংহোমে ১৭ সেপ্টেম্বর তিনি ভর্তি হন। পরের দিন তার মাইক্রো সার্জারি করা হয়। কিন্ত রক্তক্ষরণ হওয়ায় দ্বিতীয়বার অপারেশন করতে হয়। এরপরই ভুল অপারেশনের অভিযোগ তোলেন বিধানবাবুর স্ত্রী বিশাখা দত্ত। বিশাখাদেবীর অভিযোগ, চিকিৎসক অপারেশনে ভুল করায় রক্তক্ষরণ হয়। তাই দ্বিতীয়বার অপারেশন করতে হয়। এরপর চিকিৎসক জানান, স্বামী কিডনিতে ইনফেকশন হওয়ায় সেটি কেটে বাদ দিতে হয়েছে। আমার স্বামীর কিডনি কাটা হল, অথচ আমাকে জানানো হয়নি। তাই আমি রবিবার রাতে কোতোয়ালি থানায় অভিযোগ করেছি। 
এদিকে অভিযুক্ত চিকিৎসকের কোনও খোঁজ নেই। তাঁর মোবাইলে ফোন করেও কোনও উত্তর মেলেনি। এ প্রসঙ্গে নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা দাবি করে, অপারেশন জটিল হওয়ায় প্রাণহানির আশঙ্কায় কিডনি বাদ দিতে হয়। তবে এখন রোগী সুস্থই আছেন।
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা