দক্ষিণবঙ্গ

করিমপুরে কৃষি উন্নয়ন সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল

সংবাদদাতা, করিমপুর: করিমপুর ১ ব্লকের পিপুলবেড়িয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল। গত ৯ ও ১০ সেপ্টেম্বর সমিতির পরিচালক মণ্ডলী নির্বাচনের জন্য মনোনয়ন পত্র বিতরণ ও গ্রহণের দিন ধার্য ছিল। ওইদিন তৃণমূল সমর্থিত ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও বিরোধী দলের প্রার্থীদের কেউ মনোনয়ন পত্র জমা দেননি। তৃণমূল সমর্থিত ১২ জনের মধ্যে একজনের মনোনয়ন বাতিল হয়ে যায় এবং ১১ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। তৃণমূলের পিপুলবেড়িয়া অঞ্চল সভাপতি শাহাবাজ খান জানান, এখানে কোনও বিরোধী নেই। গত সাত বছর কোনও নির্বাচন হয়নি। এতদিন তৃণমূল পরিচালিত সমিতি ছিল। এদিন জয়ী হওয়ার পর পরিচালনার দায়িত্ব তৃণমূলের হাতেই থাকল। মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয় বলে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তোলে বিজেপি। 
প্রসঙ্গত, গত শুক্রবার ও শনিবার ভোটের মনোনয়নপত্র দাখিল নিয়ে এলাকায় চরম উত্তেজনা ছিল। ওইদিন বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে মারপিটে নাক ফেটেছিল এক তৃণমূল সমর্থকের। অভিযোগের ভিত্তিতে পুলিস মিঠুন প্রামাণিক নামে এক বিজেপি সমর্থককে গ্রেপ্তার করে। শেষমেশ বহিরাগতদের নিয়ে এসে জমায়েত করে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার অভিযোগে ভোট থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করে বিজেপি। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ছিল এবং বিজেপি সমর্থিত প্রার্থীরা সরে দাঁড়ানোয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি সমবায়ে জয়ী হলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। 
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা