দক্ষিণবঙ্গ

সূতিতে গঙ্গায় নেমে তলিয়ে গেল ২ বালক 

সংবাদদাতা, দুর্গাপুর: মঙ্গলবার দুপুরে সূতিতে গঙ্গানদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল দুই বালক। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। নিখোঁজ দুই বালকের নাম বকুল শেখ (১৫) ও বাবু শেখ (১২)। তাদের বাড়ি সূতি থানার মহেন্দ্রপুর গ্রামে। এদিন দুই বালক স্নান করতে নামলে জলের তোড়ে ভেসে গিয়ে তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সূতি থানার পুলিস। পুলিস ডুবুরি নামিয়ে তল্লাশি চালায়। পরে খবর দেওয়া হয় অভিজ্ঞ ডুবুরি টিমকে। নৌকা নিয়ে নিখোঁজদের খোঁজে দীর্ঘক্ষণ সন্ধান চালায় পুলিস। এদিন সন্ধ্যা পর্যন্ত অবশ্য নিখোঁজদের কোনও হদিশ মেলেনি বলে পুলিস জানিয়েছে। পুলিসের বক্তব্য, নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হয়। অভিজ্ঞ ডুবুরি ডাকা হয়েছে। বুধবার আবার খোঁজ চালানো হবে। জানা গিয়েছে, এদিন দুপুরে পাঁচ বন্ধু গঙ্গায় স্নান করতে যায়। সূতির কাস্টমঘাটে তারা জলে নামে। নদীতে সাঁতার কাটার সময় এক বালক জলের তোড়ে ভেসে বেশ কিছুটা দূরে চলে যায়। সে ফিরে আসতে না পারায় এক সঙ্গী তাকে সাহায্য করতে এগিয়ে যায়। বর্ষায় নদীতে প্রচুর পরিমাণে জল ও স্রোত থাকায় তারা উভয়ই আর কিনারায় ফিরে আসতে পারেনি। কিছুক্ষণ পরই তারা দু’জনেই তলিয়ে যায়। বাকি তিন সঙ্গী বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানায়।  
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা