দক্ষিণবঙ্গ

ঝাড়গ্রামে থিমে চমকের ছড়াছড়ি
 

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: অরণ্য শহরে পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। শহরের একাধিক পুজোয় এবারও থিমের চমক থাকছে। শুধু মণ্ডপেই নয়, প্রতিমাতেও থাকছে নানা বিশেষত্ব। সময়ের সঙ্গে ঝাড়গ্রাম শহরেও থিমপুজোর সংখ্যা বেড়েছে। এশহরের বিভিন্ন ঐতিহ্যবাহী পুজোর পাশাপাশি বিভিন্ন সর্বজনীন পুজোর থিম নজর কাড়ছে। উদ্যোক্তাদের তরফে পুজোর চারদিন প্রসাদ বিলি, বস্ত্র বিতরণ ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।শহরের পূর্বশা পুজো কমিটির এবারের থিম ‘হাওয়া মহল’। রাজস্থানের হাওয়া মহলের আদলে মণ্ডপ তৈরি করা হচ্ছে। দুর্গাপ্রতিমা আনা হচ্ছে কলকাতার কুমোরটুলি থেকে। বিশেষ আকর্ষণ থ্রিডি আলোকসজ্জা। পুজো কমিটির সম্পাদক মলয় বসু বলেন, ১৯৮২ সাল থেকে আমাদের পুজো হচ্ছে। পুজোর চারদিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।রঘুনাথপুর ইয়ং অ্যাসোসিয়েশন কানাগলি ক্লাবের পুজোর থিমে এবারও অভিনবত্ব থাকছে। হোগলাপাতা, বাঁশ ও ঝুড়ি দিয়ে মণ্ডপ তৈরি করা হচ্ছে। রীতি মেনে মাটির আকারে ছোট দুর্গাপ্রতিমার পুজো হবে। সেইসঙ্গে মণ্ডপে  হোগলাপাতার তৈরি দুর্গাও থাকবে। পুজো কমিটির সম্পাদক দেবজ্যোতি বসু বলেন, এবছর আমাদের ক্লাবের পুজো ৫৯তম বর্ষে পদার্পণ করল। পুজোর বাজেট ৬ লক্ষ টাকা। নবমীর দিন খিচুড়ি প্রসাদ ও দশমীতে বস্ত্র বিতরণ করা হবে।ঝাড়গ্ৰাম অরণ্য সঙ্ঘের পুজোর থিম ‘গ্ৰাম বাংলা’। উইঢিপি এবার মণ্ডপসজ্জার প্রধান আকর্ষণ। পুজো কমিটির সম্পাদক উত্তম বারিক বলেন, ২৬তম বর্ষে পঞ্চমীর দিন পুজোর উদ্বোধন হবে। অষ্টমী থেকে একাদশী পর্যন্ত নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এবার বন্যাদুর্গতদের আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হবে।
পুরাতন ঝাড়গ্ৰাম সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবার ৯৪ বছরে পড়ল। পুজোর থিম ‘থিমের যুগে সাবেকিয়ানা।’ সপ্তমী থেকে দশমী পর্যন্ত দর্শনার্থীদের খিচুড়ি প্রসাদ দেওয়া হবে। দশমীর দিন ঐতিহ্যবাহী রাবণ দহন অনুষ্ঠান হবে।ঘোড়াধরা সর্বজনীন দুর্গাপুজো কমিটির থিম ‘সঞ্চয়ই ভবিষ্যৎ’। পুজো কমিটির সম্পাদক উজ্বল পাত্র বলেন, খাদ্য, জল থেকে শুরু করে সবকিছু সঞ্চয়ের প্রয়োজন আছে। আমাদের মণ্ডপে এই বিষয়টি তুলে ধরা হবে। রঘুনাথপুর সর্বজনীন দুর্গাপুজো এবার ৭৫বছরে পদার্পণ করেছে। রাজস্থানের লোকসংস্কৃতির নানা জিনিস দিয়ে মণ্ডপের ভিতরটা সাজানো হচ্ছে। প্রাসাদের আদলে মণ্ডপ তৈরি হচ্ছে। পুজো কমিটির সম্পাদক চন্দন সৎপথী বলেন, শহরের পুরনো সর্বজনীন পুজোর মধ্যে আমাদের পুজো অন্যতম। ধুমধাম করে পুজো হবে। ( ঝাড়গ্রাম কুমোরটুলিতে তৈরি হচ্ছে প্রতিমা।-নিজস্ব চিত্র)
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা