দক্ষিণবঙ্গ

সংসার ও ছেলেমেয়েদের পড়ার খরচ জোগাতে প্রতিমা গড়েন মানকরের সোমা

সংবাদদাতা, মানকর: যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। এই প্রবাদবাক্য সত্য প্রমাণ করে দেখাচ্ছেন মানকরের বধূ সোমা মণ্ডল। বিয়ের পর থেকে স্বামীকে প্রতিমা গড়তে দেখে আসছেন। একটু একটু করে তাঁর সঙ্গে হাত লাগাতে শুরু করেন। আর এখন খড় বাঁধা, মাটির প্রলেপ দেওয়া থেকে শুরু করে চক্ষুদান অবধি সবই নিজের হাতে করেন সোমা। বেশ কয়েকবছর ধরে তিনি নিজেই প্রতিমা তৈরি করছেন।
সংসার সামলেই প্রতিমা গড়েন সোমাদেবী। সকাল ৬ টা থেকে রাত ১১টা অবধি কাজ চলে। সোমা জানান, এবছর ২২টি প্রতিমা গড়ার বরাত পেয়েছেন। তাঁর গড়া প্রতিমা গলসি, ইলামবাজার, শক্তিগড় থেকে শুরু করে জামুরিয়া, রানীগঞ্জ পর্যন্ত যায়।
সোমাদেবীর স্বামী উজ্জ্বল মণ্ডলের মৃৎশিল্পী হিসেবে নাম আছে। তিনি বলেন, তিন ছেলেমেয়ে নিয়ে আমাদের সংসার। বড় মেয়ে বিদিশা মণ্ডল নার্সিং ট্রেনিং সম্পূর্ণ করেছে। ছোট মেয়ে অন্বেষা এখন দ্বাদশ শ্রেণির ছাত্রী। ছেলে সৌরশা তৃতীয় শ্রেণির ছাত্র। উজ্জ্বলবাবু বলেন, সংসারের খরচ, সন্তানদের পড়াশোনার খরচ একার পক্ষে চালানো খুবই কঠিন হচ্ছিল। একসময় সোমাও ভালোবেসে প্রতিমা গড়া শুরু করেছিল। এখন সেটাই ওরও পেশা হয়ে গিয়েছে। সংসার ও ছেলেমেয়েদের পড়ার খরচ চালাতে সারা বছর সোমাদেবী বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করেন। ছোট মেয়ে অন্বেষা বলেন, সবদিক সামলে মা প্রতিমা গড়েন। আমাদেরও কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছেন। সোমা বলেন, স্বামীর পাশাপাশি ছেলেমেয়েরাও প্রতিমা তৈরিতে হাত লাগায়। তবে এবার আবহাওয়ার প্রতিকূলতার জন্য সমস্যা হচ্ছে। অতিরিক্ত বৃষ্টির কারণে প্রতিমা তৈরিতে সমস্যা হয়েছে। তবে তার মধ্যেই রং করার কাজ শুরু হয়েছে। প্রতিবার পুজোর আগে দেখেছি মায়ের আশীর্বাদে সব কাজ ঠিক হয়ে যায়। তবে তাঁর আক্ষেপ, সারা বছর সেভাবে কাজ থাকে না। খুব কষ্টেই সংসার চলে। মৃৎশিল্পকে আঁকড়ে সোমাদেবীর জীবনযুদ্ধকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মানকরের বাসিন্দা আনন্দগোপাল গোস্বামী বলেন, এক দশভূজা আরেক দশভূজার প্রতিমা তৈরি করছেন।
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা