দক্ষিণবঙ্গ

জলস্তর বৃদ্ধির জের, কান্দির নদীগুলিতে সাবধানতার সঙ্গে তর্পণের বার্তা প্রশাসনের

সংবাদদাতা, কান্দি: মহালয়ার পূণ্য প্রভাতে কান্দি মহকুমার ছয়টি বড় নদীর বিভিন্ন ঘাটে ও বড় জলাশয়ে বহু মানুষ তর্পণে অংশ নেবেন। কারণ দূরত্বের কারণে অনেকেই ৩০ কিলোমিটার দূরে ভাগীরথীতে যেতে পারবেন না। এবছর নদীতে অনেক জল থাকায় প্রশাসনের তরফে বাসিন্দাদের তর্পণের সময় সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। কান্দি পুরসভার তরফেও তর্পণঘাটে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক বলেন, তর্পণঘাটে আলোর ব্যবস্থা, শৌচাগার, কাপড় ছাড়ার ব্যবস্থা, জলের গাড়ি, মেডিক্যাল টিম রাখা হবে। দু’টি অ্যাম্বুলেন্সও ঘাটে মজুত থাকবে। এবছর নদীতে প্রচুর জল। তাই বাসিন্দাদের সাবধানে তর্পণ করতে বলা হয়েছে।
এই এলাকায় বহু বছর ধরে স্থানীয় নদীঘাটে পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ করা হচ্ছে। কান্দি মহকুমা দিয়ে ময়ূরাক্ষী, কানা ময়ূরাক্ষী, দ্বারকা, ব্রাহ্মণী, বাবলা, কুয়ে নদী বয়ে গিয়েছে। এছাড়া, অনেক ছোট নদী ও বড় জলাশয় রয়েছে। সেখানেও কিছু বাসিন্দা তর্পণ করেন। খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত বলেন, এই এলাকার বেশিরভাগ মানুষ দ্বারকা ও ব্রাহ্মণী নদীতে তর্পণ করেন। কারণ এখান থেকে ভাগীরথী যাওয়া বেশ ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। প্রায় একই পরিস্থিতি বড়ঞা ব্লকেও। পাঁচথুপি গ্রামের পুরোহিত কমলাক্ষ চক্রবর্তী বলেন, বড়ঞার উপর দিয়ে প্রায় ২০ কিলোমিটারজুড়ে ময়ূরাক্ষী নদী বয়ে গিয়েছে। এলাকায় অসংখ্য নদীঘাট রয়েছে। মহালয়ায় অসংখ্য মানুষ ময়ূরাক্ষীর বিভিন্ন নদীঘাটে তর্পণ করবেন। 
কান্দির বাসিন্দা তথা পুরোহিত নবকুমার মুখোপাধ্যায় জানান, যাঁদের সামর্থ্য আছে, তাঁরা অবশ্যই ভাগীরথীতে তর্পণ করতে যাবেন। কিন্তু যাঁদের সেই ক্ষমতা নেই, তাঁরা নদী ও বড় জলাশয়ে তর্পণ করেন। এটা নিয়মেই রয়েছে।
কয়েকবছর ধরে এলাকার বিভিন্ন গ্রাম থেকে ভোরে ছোট গাড়ি ভাড়া করে দলবেঁধে মানুষ ভাগীরথীতে তর্পণ করতে যাচ্ছেন। ভরতপুরের গাড়ি মালিক আসমার শেখ বলেন, মহালয়ার দিন ভোর ৪টের সময় এখান থেকে বহরমপুরের উদ্দেশে প্রায় আটটি গাড়ি ছাড়বে। ভাগীরথীতে তর্পণের জন্যই এখানকার লোকজন গাড়ি ভাড়া নিয়েছেন।
কান্দি রাজ কলেজের বাংলার অধ্যাপক তাপসকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, ইদানিং ভাগীরথীতে তর্পণ করতে যাওয়া অনেক বেড়েছে। আগে গাড়ি ভাড়া করে এভাবে মানুষকে যেতে দেখা যায়নি। তাঁরা কাছেই জলাশয় বা নদীঘাটে তর্পণ করতেন।
এবছর প্রশাসনের তরফে তর্পণের সময় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কান্দির মহকুমা শাসক উৎকর্ষ সিং বলেন, এবছর বিভিন্ন নদীতে ব্যাপক জল রয়েছে। অসাবধানতাবশত অনেকে নদীতে তলিয়ে যেতে পারেন। তাই বাসিন্দাদের সর্তকতার সঙ্গে তর্পণ করতে বলা হয়েছে। বিশেষত ছোটরা যাতে বড়দের হাত ধরে থাকে, সেটা নিশ্চিত করা দরকার।
মহালয়ায় দেবীপক্ষের সূচনা... উমার আরাধনার প্রস্তুতিতে প্রদীপ হাতে ব্যস্ত বৃদ্ধা। বহরমপুরে ইন্দ্রাশিস বাগচীর তোলা ছবি।
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা