দক্ষিণবঙ্গ

এখন রেডিও ছেড়ে সাউন্ড বক্সে মহালয়া শোনার ঝোঁক বাড়ছে

সোমেন পাল, গঙ্গারামপুর: ডিজিটাল যুগে রেডিওর ব্যবহার কমতে কমতে উধাও হওয়ার পথে। তাই সাউন্ড বক্সে মহালয়া শোনার দিকে ঝুঁকছেন শ্রোতারা। গঙ্গারামপুর, বুনিয়াদপুর শহরেও সেই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
গঙ্গারামপুর শহরের প্রবীণ নাগরিক সুপ্রিয় বসাক বলেন, ছয়ের দশকে ভোর চারটেয় উঠে রেডিওয় মহালয়া শুনতাম। সেই রেডিও এখন স্মৃতি হিসেবে ঘরে রয়েছে। দীর্ঘদিন না চালানোয় সেটি খারাপ হয়ে গিয়েছে। শহরে কোনও মিস্ত্রিও পাচ্ছি না যে তিনি ঠিক করে দেবেন। ছেলেকে বিষয়টি জানানোর পর সে একটি সাউন্ড বক্স কিনে এনে দিয়েছে। এখন যখন খুশি চণ্ডীপাঠ রেকর্ডিং শুনতে পারি। এই সুবিধা আমাদের সময় ছিল না। তবে, রেডিওয় মহালয়া শোনার অনুভূতির কোনও তুলনা হয় না।
কুশমণ্ডি গ্রামের প্রবীণ অনন্ত বর্মন অবশ্য যত দিন পারবেন, পুরনোকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। তাঁর কথায়, আমার কাছে এখনও রেডিও রয়েছে। যুগ পাল্টালেও রেডিওতে প্রসার ভারতীর সম্প্রচার, খবর, নাটক নিয়মিত শুনি। তবে রেডিওর ব্যাটারি পাওয়া সমস্যা হওয়ায় মিস্ত্রিকে দিয়ে চার্জিংয়ের ব্যবস্থা করিয়ে নিয়েছি। এবারও পরিবারকে সঙ্গে নিয়ে রেডিওতে মহালয়া শুনব। 
ইলেকট্রনিক্স ব্যবসায়ীরা জানিয়েছেন, রেডিও উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় বাজারে পাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে। মহালয়ার সময় প্রবীণরা রেডিও সারাই করতে গেলেও পার্টস পাওয়া যায় না। তাই অনেকে সাউন্ড বক্স কিনে নিয়ে যাচ্ছেন। গঙ্গারামপুরের ইলেক্ট্রনিক্স সামগ্রী ব্যবসায়ী মুন্না সাহার কথায়,  মহালয়ার আগে সাউন্ড বক্স কেনার প্রবণতা বেড়েছে। 
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা